মসজিদে ঢুকতে গেলে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে (ভিডিও)
- আপডেট সময় : ০২:৪২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
- / ৪৪৬ বার পড়া হয়েছে
হামাস–ইসরায়েল সংঘাতের কারণে পশ্চিম তীরের ফিলিস্তিনিরা নির্যাতনের শিকার হচ্ছেন। এমনকি পূর্ব জেরুজালেমে মোতায়েন করা ইসরায়েলি সেনার হাতে মারধরের শিকার হতে হচ্ছে অনেক ফিলিস্তিনিকে। মুসলমানদের পবিত্র স্থান আল–আকসা মসজিদে প্রবেশ করতে চাইলে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি আল–আকসায় প্রবেশ করতে চাইলে সেখানে কর্তব্যরত ইসরায়েলি সেনারা তাঁদের বাধা দেন। একপর্যায়ে ধাক্কা দিতে থাকেন। ধাক্কা দিতে দিতে বেড়ার ওইপাশে ফেলে দেওয়া হয়।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট আই বলছে, ওল্ড সিটিতে জায়গায় জায়গায় সেনা মোতায়েন করে রেখেছে ইসরায়েল। বানানো হয়েছে চেকপয়েন্ট। শুক্রবার জুমার দিন হওয়ায় অনেক মুসলমান আল–আকসা মসজিদে যেতে চেয়েছিলেন। প্রবল বাধার মুখে পড়েন তাঁরা।
শুক্রবার পবিত্র আল–আকসা মসজিদে জুমার নামাজ আদায় করেছেন মাত্র ৫ হাজার মানুষ। আগের শুক্রবারগুলোর তুলনায় এ সংখ্যা অনেক কম।
তিন সপ্তাহ ধরে গাজায় ফিলিস্তিনির স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
গত ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত সাড়ে ৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে শিশুর সংখ্যা প্রায় ২ হাজার ৭০০। আর আহত ১৭ হাজারের বেশি মানুষ। এ পর্যন্ত ইসরায়েলি ৪ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস।
تغطية صحفية: قوات الاحتلال تعتدي على الفلسطينيين على حواجز البلدة القديمة لمنعهم من الوصول للمسجد الأقصى. pic.twitter.com/CJIyD4rlBi
— الجرمق الإخباري (@aljarmaqnet) October 27, 2023