এখনই পাগলামি বন্ধ করো, ইসরায়েলকে এরদোয়ান
- আপডেট সময় : ১২:০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
- / ৪৪০ বার পড়া হয়েছে
গাজায় ইসরায়েলি হামলায় আবারও নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এই হামলাকে তিনি ‘পাগলামি’ বলে অভিহিত করেছেন। শনিবার ইসরায়েলকে উদ্দেশ্য করে এরদোয়ান বলেন, ‘এখনই পাগলামি বন্ধ করো, হামলা শেষ করো।’
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, গত ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরায়েলি হামলা থামছেই না। এরই মধ্যে স্থল অভিযানের ঘোষণা দেওয়া হয়েছে। সম্প্রতি গাজার কিছু অংশে ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটারের নতুন নাম) করা এক পোস্টে এরদোয়ান বলেন, ‘গত রাতেও গাজায় একের পর এক হামলা করেছে ইসরায়েল। এবারও নারী, শিশু ও নিরীহ মানুষদের ওপর বোমা ফেলা হয়েছে। এতে মানবিক সংকট দেখা দিয়েছে।’
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, ‘ইসরায়েলের উচিত এখনই এই পাগলামি ও যুদ্ধ বন্ধ করা।’
তিন সপ্তাহ ধরে গাজায় ফিলিস্তিনির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত সাড়ে ৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে দাবি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের। এর মধ্যে শিশুর সংখ্যায় প্রায় ২ হাজার ৭০০। আর আহত ১৭ হাজারের বেশি মানুষ। এছাড়া এখন পর্যন্ত ইসরায়েলি ৪ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস।