০৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সুড়ঙ্গ থেকে ইসরায়েলি সেনাদের ওপর ফিলিস্তিনিদের হামলা

অবরুদ্ধ গাজা ও ইসরায়েল সীমান্তে ভূগর্ভস্থ সুড়ঙ্গ থেকে বেরিয়েই ইসরায়েলি সেনাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হামাস যোদ্ধারা। গাজার উত্তরাঞ্চলে ইরেজ শহরের কাছে ট্যাংকসহ ইসরায়েলি সেনাদের টহলের সময় এমন হামলা চালায় যোদ্ধারা। খবর টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলি সশস্ত্র বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হামাসের যোদ্ধাদের সঙ্গে তাদের সংঘাত চলছে। আইডিএফ আরও জানিয়েছে, এসময় সীমান্তের কাছাকাছি সুড়ঙ্গ থেকে বের হয়ে তাদের সেনা ও ট্যাংকের ওপর ঝাঁপিয়ে পড়েন কয়েকজন সশস্ত্র যোদ্ধা।

সংবাদ মাধ্যম আর্মি রেডিওকে দেয়া সাক্ষাতকারে ইসরায়েলি বাহিনীর প্রতিনিধি জানিয়েছন, রোববার (২৯ অক্টোবর) গাজা উপত্যকায় হঠাৎ করে সুড়ঙ্গ থেকে বের হয়ে আসেন হামাসের কয়েকজন সশস্ত্র যোদ্ধা। স্থানটি ইসরায়েলি সীমান্ত থেকে মাত্র কয়েকশ মিটার দূরে গাজা সীমান্তে অবস্থিত। হামাস যোদ্ধারা বের হয়েই ইসরায়েলি সেনাদের সঙ্গে মুখোমুখী যুদ্ধ শুরু করেন।

তবে অতর্কিত হামলা চালানোর পরপরই হামাসের অনেক যোদ্ধাকে হত্যার দাবি জানিয়েছে সশস্ত্র বাহিনী। যদিও তাদের এ দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এদিকে, সশস্ত্র গোষ্ঠী হামাস যোদ্ধারা ও ইসরায়েলি সেনাদের মধ্যে লড়াই চলার সময় মর্টারশেল ছোড়া হয়। এ কারণে ইসরায়েলের ভূঅভ্যন্তরে নেতিভ হা’আসারা এলাকায় বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন।

এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় নিহতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। এমনটি জানিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ৭ অক্টোবর শনিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অতর্কিত হামলা চালায় স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর জেরে সেদিন থেকেই গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হামাসের হামলায় ইসরায়েলে অন্তত ১৪ মানুষ নিহত এবং ২২৯ জনকে জিম্মি করা হয়েছে।

সুড়ঙ্গ থেকে ইসরায়েলি সেনাদের ওপর ফিলিস্তিনিদের হামলা

আপডেট : ০৩:৩০:০৯ অপরাহ্ন, রোববার, ২৯ অক্টোবর ২০২৩

অবরুদ্ধ গাজা ও ইসরায়েল সীমান্তে ভূগর্ভস্থ সুড়ঙ্গ থেকে বেরিয়েই ইসরায়েলি সেনাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হামাস যোদ্ধারা। গাজার উত্তরাঞ্চলে ইরেজ শহরের কাছে ট্যাংকসহ ইসরায়েলি সেনাদের টহলের সময় এমন হামলা চালায় যোদ্ধারা। খবর টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলি সশস্ত্র বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হামাসের যোদ্ধাদের সঙ্গে তাদের সংঘাত চলছে। আইডিএফ আরও জানিয়েছে, এসময় সীমান্তের কাছাকাছি সুড়ঙ্গ থেকে বের হয়ে তাদের সেনা ও ট্যাংকের ওপর ঝাঁপিয়ে পড়েন কয়েকজন সশস্ত্র যোদ্ধা।

সংবাদ মাধ্যম আর্মি রেডিওকে দেয়া সাক্ষাতকারে ইসরায়েলি বাহিনীর প্রতিনিধি জানিয়েছন, রোববার (২৯ অক্টোবর) গাজা উপত্যকায় হঠাৎ করে সুড়ঙ্গ থেকে বের হয়ে আসেন হামাসের কয়েকজন সশস্ত্র যোদ্ধা। স্থানটি ইসরায়েলি সীমান্ত থেকে মাত্র কয়েকশ মিটার দূরে গাজা সীমান্তে অবস্থিত। হামাস যোদ্ধারা বের হয়েই ইসরায়েলি সেনাদের সঙ্গে মুখোমুখী যুদ্ধ শুরু করেন।

তবে অতর্কিত হামলা চালানোর পরপরই হামাসের অনেক যোদ্ধাকে হত্যার দাবি জানিয়েছে সশস্ত্র বাহিনী। যদিও তাদের এ দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এদিকে, সশস্ত্র গোষ্ঠী হামাস যোদ্ধারা ও ইসরায়েলি সেনাদের মধ্যে লড়াই চলার সময় মর্টারশেল ছোড়া হয়। এ কারণে ইসরায়েলের ভূঅভ্যন্তরে নেতিভ হা’আসারা এলাকায় বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন।

এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় নিহতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। এমনটি জানিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ৭ অক্টোবর শনিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অতর্কিত হামলা চালায় স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর জেরে সেদিন থেকেই গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হামাসের হামলায় ইসরায়েলে অন্তত ১৪ মানুষ নিহত এবং ২২৯ জনকে জিম্মি করা হয়েছে।