সোমবার বিক্ষোভ সমাবেশ করবে ১৪ দল
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৩:৪০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
- / ৪৩৪ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট আগামীকাল সোমবার (৩০ অক্টোবর) বিক্ষোভ সমাবেশ করবে। বিএনপি-জামায়াতের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে সোমবার বিকেল তিনটায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সমাবেশটি করবে তারা।
আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার (২৯ অক্টোবর) এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিএনপি-জামায়াতের ‘অপশক্তি কর্তৃক প্রধান বিচারপতির বাসভবন ও পুলিশ হাসপাতালে হামলা, পুলিশ সদস্য হত্যা, সাংবাদিক নির্যাতন, যানবাহনে অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে’ সোমবার বিকেল তিনটায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সমাবেশ হবে।
সমাবেশে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।