১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

অর্থনৈতিক সংকটে ফিলিস্তিনিরা

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাসের সঙ্গে সংঘাতের কারণে তীব্র হচ্ছে সাধারণ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নির্যাতন। পশ্চিম তীরের গ্রামগুলোতে ফিলিস্তিনি কৃষকদের ওপর চলছে অত্যাচার। কোথাও পুড়িয়ে দেওয়া হচ্ছে জলপাই বাগান, কোথাও কৃষকদের নিজেদের জমিতেই প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। এতে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছেন ফিলিস্তিনিরা।

গাজার পাশাপাশি ইসরায়েল-হামাস যুদ্ধের প্রভাব পড়েছে ফিলিস্তিনের অন্যান্য গ্রামগুলোতে। ইসরায়েলি সেনারা পশ্চিম তীরের ফিলিস্তিনি কৃষকদের কৃষিকাজে বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

পশ্চিম তীরের বুয়েত আওয়া গ্রামের ফিলিস্তিনি কৃষকরা জানায়, তাদের জমির পাশ দিয়ে নিয়মিত ইসরায়েলি সেনাদের সাঁজোয়া যান টহল দিচ্ছে। জমির কাছে কোনো কৃষককে দেখলেই তাড়িয়ে দেওয়া হচ্ছে। এমনকি অনেক ফিলিস্তিনি কৃষকের জলপাই গাছ পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা। তাই নিজেদের জলপাই বাগানের সুরক্ষা নিয়ে আতঙ্কিত ফিলিস্তিনের কৃষকরা।

এক ফিলিস্তিনি কৃষকের ভাষ্যে, ‘ইসরায়েল-গাজার সংঘাত শুরুর পর থেকে তাঁরা আমাদেরকে বাগানে প্রবেশ করতে দেয় না। তাঁরা আশপাশের অনেক বাগান পুড়িয়ে দিয়েছে।’

বুয়েত আওয়া গ্রাম পরিষদের প্রধান শরিফ সুলেমান বলেন, অনেক কৃষকই জলপাই কাটতে পারছেন না। ইসরায়েলিরা দাবি করছে, তারা আমাদের কৃষকদেরকে জমিতে কাজ করার অনুমতি দিচ্ছে কিন্তু আসলে তাদেরকে গাছের কাছেও যেতে দিচ্ছে না।

এই গ্রামের অধিকাংশ কৃষি পরিবারের জীবিকার মূল উৎস জলপাই চাষ। কিন্তু ইসরায়েলি সেনাদের বাধার কারণে জলপাইয়ের এই মৌসুমে গাছ থেকে ফল সংগ্রহ করতে পারছে না ফিলিস্তিনি কৃষকরা। আয়ের পথ বন্ধ থাকায় কীভাবে পরিবারের খরচ মেটাবেন তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের।

অর্থনৈতিক সংকটে ফিলিস্তিনিরা

আপডেট : ১১:০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাসের সঙ্গে সংঘাতের কারণে তীব্র হচ্ছে সাধারণ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নির্যাতন। পশ্চিম তীরের গ্রামগুলোতে ফিলিস্তিনি কৃষকদের ওপর চলছে অত্যাচার। কোথাও পুড়িয়ে দেওয়া হচ্ছে জলপাই বাগান, কোথাও কৃষকদের নিজেদের জমিতেই প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। এতে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছেন ফিলিস্তিনিরা।

গাজার পাশাপাশি ইসরায়েল-হামাস যুদ্ধের প্রভাব পড়েছে ফিলিস্তিনের অন্যান্য গ্রামগুলোতে। ইসরায়েলি সেনারা পশ্চিম তীরের ফিলিস্তিনি কৃষকদের কৃষিকাজে বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

পশ্চিম তীরের বুয়েত আওয়া গ্রামের ফিলিস্তিনি কৃষকরা জানায়, তাদের জমির পাশ দিয়ে নিয়মিত ইসরায়েলি সেনাদের সাঁজোয়া যান টহল দিচ্ছে। জমির কাছে কোনো কৃষককে দেখলেই তাড়িয়ে দেওয়া হচ্ছে। এমনকি অনেক ফিলিস্তিনি কৃষকের জলপাই গাছ পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা। তাই নিজেদের জলপাই বাগানের সুরক্ষা নিয়ে আতঙ্কিত ফিলিস্তিনের কৃষকরা।

এক ফিলিস্তিনি কৃষকের ভাষ্যে, ‘ইসরায়েল-গাজার সংঘাত শুরুর পর থেকে তাঁরা আমাদেরকে বাগানে প্রবেশ করতে দেয় না। তাঁরা আশপাশের অনেক বাগান পুড়িয়ে দিয়েছে।’

বুয়েত আওয়া গ্রাম পরিষদের প্রধান শরিফ সুলেমান বলেন, অনেক কৃষকই জলপাই কাটতে পারছেন না। ইসরায়েলিরা দাবি করছে, তারা আমাদের কৃষকদেরকে জমিতে কাজ করার অনুমতি দিচ্ছে কিন্তু আসলে তাদেরকে গাছের কাছেও যেতে দিচ্ছে না।

এই গ্রামের অধিকাংশ কৃষি পরিবারের জীবিকার মূল উৎস জলপাই চাষ। কিন্তু ইসরায়েলি সেনাদের বাধার কারণে জলপাইয়ের এই মৌসুমে গাছ থেকে ফল সংগ্রহ করতে পারছে না ফিলিস্তিনি কৃষকরা। আয়ের পথ বন্ধ থাকায় কীভাবে পরিবারের খরচ মেটাবেন তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের।