বিদেশ থেকে আলু আমদানির ঘোষণা সরকারের
- আপডেট সময় : ১১:৩৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
- / ৪৪০ বার পড়া হয়েছে
বিদেশ থেকে আলু আমদানির ঘোষণা দিয়েছে সরকার। সম্প্রতি আলু আমদানির জন্য ভোক্তা অধিদপ্তরের সুপারিশের পরই এই সিদ্ধান্ত নিলো সরকার।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী আজ সাংবাদিকদের এই তথ্য জানান।
মো. হায়দার বলেন, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় বাজারে আলু সরবরাহ বৃদ্ধি ও বাজারদর স্থিতিশীল রাখতে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আগ্রহী আমদানিকারদের বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করার অনুরোধও জানান এই কর্মকর্তা।
এর আগে গত ১৪শে সেপ্টেম্বর খুচরা বাজারে প্রতি কেজি আলুর দাম ৩৫ থেকে ৩৬ টাকা নির্ধারণ করে দেয় সরকার। কিন্তু, সরকার দাম নির্ধারণ করার পর দাম না কমে বরং দিন দিন বাড়ছে।
বর্তমানে আলু সরকার নির্ধারিত দামের দ্বিগুণ দামে, প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
গত ১৮শে সেপ্টেম্বর প্রথমে চার কোটি ডিম আমদানির অনুমতি দেয়। পরে পর্যায়ক্রমে মোট ১৫টি প্রতিষ্ঠানকে ১৫ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়।