০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলের আগ্রাসন নিয়ে দুঃখ প্রকাশ সানিয়া মির্জার

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট : ০৭:০৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
  • ৭৪ দেখেছেন

ভারতীয় টেনিস তারকা ও পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জা তার ইনস্টাগ্রামের স্টোরিতে গাজায় ইসরায়েলের আগ্রাসন নিয়ে দুঃখ প্রকাশ করে লিখেছেন, ‘এখনো আমরা নিরব। এভাবেই হয়তো চলবে।’ ইসরায়েলের আগ্রাসনে গোটা বিশ্ব চুপ। মৌখিক বিবৃতি ছাড়া বিশ্বের তেমন কোন প্রতিক্রিয়া না দেখে ক্ষুব্ধ সানিয়া মির্জা।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর প্রতিক্রিয়ায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। এ পর্যন্ত ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের ৮ হাজারের বেশি মানুষ মারা গেছে। এর মধ্যে শিশু রয়েছে তিন হাজারেরও বেশি। গাজার বিভিন্ন হাসপাতাল, মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বসববাড়িতে হামলা করছে ইসরায়েল। অসংখ্য বেসামরিক ও গর্ভবতী নারীদের জীবন গেছে।

ইতোমধ্যে সানিয়া মির্জার মতো বিভিন্ন দেশের অনেক তারকা ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এর আগে পাকিস্তানি তারকা উশনা শাহ গাজা ইস্যুতে পশ্চিমা গণমাধ্যমগুলোর পক্ষপাতমূলক প্রতিবেদন তৈরির প্রতিবাদ জানিয়েছেন।

সম্প্রতি গায়ক আতিক আসলামও সবাইকে গাজার নিপীড়িত মানুষদের পাশে দাড়ানোর আহ্বান জানিয়েছেন। সেইসঙ্গে আর্থিক সহায়তাও দিয়েছেন তিনি।

গাজায় ইসরায়েলের আগ্রাসন নিয়ে দুঃখ প্রকাশ সানিয়া মির্জার

আপডেট : ০৭:০৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

ভারতীয় টেনিস তারকা ও পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জা তার ইনস্টাগ্রামের স্টোরিতে গাজায় ইসরায়েলের আগ্রাসন নিয়ে দুঃখ প্রকাশ করে লিখেছেন, ‘এখনো আমরা নিরব। এভাবেই হয়তো চলবে।’ ইসরায়েলের আগ্রাসনে গোটা বিশ্ব চুপ। মৌখিক বিবৃতি ছাড়া বিশ্বের তেমন কোন প্রতিক্রিয়া না দেখে ক্ষুব্ধ সানিয়া মির্জা।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর প্রতিক্রিয়ায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। এ পর্যন্ত ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের ৮ হাজারের বেশি মানুষ মারা গেছে। এর মধ্যে শিশু রয়েছে তিন হাজারেরও বেশি। গাজার বিভিন্ন হাসপাতাল, মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বসববাড়িতে হামলা করছে ইসরায়েল। অসংখ্য বেসামরিক ও গর্ভবতী নারীদের জীবন গেছে।

ইতোমধ্যে সানিয়া মির্জার মতো বিভিন্ন দেশের অনেক তারকা ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এর আগে পাকিস্তানি তারকা উশনা শাহ গাজা ইস্যুতে পশ্চিমা গণমাধ্যমগুলোর পক্ষপাতমূলক প্রতিবেদন তৈরির প্রতিবাদ জানিয়েছেন।

সম্প্রতি গায়ক আতিক আসলামও সবাইকে গাজার নিপীড়িত মানুষদের পাশে দাড়ানোর আহ্বান জানিয়েছেন। সেইসঙ্গে আর্থিক সহায়তাও দিয়েছেন তিনি।