ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দেশের বিভিন্ন স্থানে আগুন-ভাঙচুর,পাল্টাপাল্টি ধাওয়া, নিহত ২

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
  • / ৪৩৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারাদেশে চলছে বিএনপি, জামায়াতসহ বিরোধীদলগুলোর ডাকা তিনদিনের সড়ক, নৌ ও রেলপথ অবরোধ। অবরোধের প্রথম দিনেই সকাল থেকে বিভিন্ন স্থানে গাড়িতে আগুন-ভাঙচুর ও পাল্টাপাল্টি ধাওয়ার খবর পাওয়া গেছে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। কিশোরগঞ্জের কুলিয়াচরের বিএনপি-আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। তবে বিএনপির দাবি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ছয়সূতী এলাকায় এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম দাবি করেন, পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপির দুইজন নিহত হয়েছেন। তারা হলেন- বড় ছয়সূতি ইউনিয়নের ছাত্রদল নেতা শেফায়েত উল্লাহ (২০) ও একই ইউনিয়নের কৃষকদল সভাপতি বিল্লাল মিয়া (৩০)।

এদিকে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স বিএনপির দুইজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। তবে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ একজন নিহতের খবর নিশ্চিত করেছেন।

সারাদেশ থেকে প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী:

নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকর্মীদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পানচুরখী এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু বলেন, বিএনপি নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পুলিশের ওপরও হামলা চালায়। এ সময় তিন পুলিশকে পিটিয়ে আহত করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় বিএনপির তিনজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে সরকার পতনের একদফা দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জের লিংক রোড থেকে সাইনবোর্ড পর্যন্ত বিএনপির ডাকা টানা তিনদিনের অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এসময় নেতাকর্মীদেরকে টায়ার জ্বালিয়ে স্লোগান দিতে দেখা যায়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধা দিতে সর্বাত্মক চেষ্টা করেছে আওয়ামী লীগ ও তার ফ্যাসিবাদী সরকারের অনুগত আইনশৃঙ্খলা বাহিনী। সরকারের নির্যাতন ও অনিয়মের বিরুদ্ধে যারাই প্রতিবাদ করেছেন, সমালোচনা করেছেন, তাদের বিরুদ্ধেই অত্যাচার ও মামলার খড়গ নেমে এসেছে।

গাজীপুর
অবরোধ সমর্থনে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে কিছুটা উত্তাপ ছড়িয়ে পড়ে গাজীপুরে। গাজীপুরের হারিনালে একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সকাল আটটার দিকে একটি মিনি কাভার্ডভ্যান জেলা শহর থেকে কাপাসিয়া থেকে যাচ্ছিল। এ সময় অতর্কিতভাবে ৫-৬ জন যুবক এসে ওই কাভার্ডভ্যান পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে কাভার্ডভ্যানের সিটসহ সামনের অংশ পুড়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি জিয়াউল হক জানান, আগুনের খবর পেয়ে হারিনাল এলাকায় এসে অগ্নিদগ্ধ গাড়ি খুঁজছি, তবে আমরা আগুন দেয়া গাড়ি এখনো পায়নি। আগুন ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মানিকগঞ্জ
বিএনপির ডাকা তিনদিনের অবরোধের প্রথম দিনে মানিকগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে জেলা শহরের সেওতা থেকে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মানরা এলাকা দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে উঠতে গেলে পুলিশ ধাওয়া করে। বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে বিএনপি’র কয়েকজন নেতাকর্মী আহত হয় বলে দাবী করেছেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে জেলা বিএনপি’র সহসভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহাম্মেদ যাদুসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রউফ সরকার বলেন, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়েছে বিএনপি নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়া হয়েছে। ঘটনাস্থল থেকে জনকে আটক করা হয়েছে।

লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে কয়েকটি বিচ্ছিন্ন পিকেটিংয়ের মধ্য দিয়ে অবরোধ কর্মসূচির প্রথম দিন চলছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোরে জেলা শহরের অদূরে রামগতি-লক্ষ্মীপুর সড়কের মিয়া রাস্তার মাথায় ও ঢাকা-রায়পুর মহাসড়কের আলিয়া মাদ্রাসার সামনে গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে ঝটিকা মিছিল করে বিএনপি জামায়াত কর্মীরা।

এ দিকে জেলা শহরসহ সব জায়গায় দোকানপাট অফিস আদালত খোলাসহ যান চলাচল স্বাভাবিক রয়েছে। পাশাপাশি লক্ষ্মীপুর-ভোলা নৌ রুটেও সকল নৌ যান চলাচল স্বাভাবিক রয়েছে।

যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে র‍্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহলে রয়েছেন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন জানান, দুই- একটি বিচ্ছিন্ন ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

চাঁদপুর
চাঁদপুরে অবরোধকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের চোখে না পড়লেও ভোর থেকেই রাজপথ দখল করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। অবরোধকে ঘিরে সড়কে নাশকতার অভিযোগে পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি ও সাবেক ছাত্রনেতা শফিউদ্দিন বাবলুসহ বেশ কয়েকজনকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
অন্যদিকে সড়কে যানবহণ তুলনামূলক কম। চাঁদপুর থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস ও যাত্রীবাহী লঞ্চ। যদিও যাত্রী পরিপূর্ণ হলে চাঁদপুর থেকে লঞ্চ ছাড়বে বলে জানিয়েছে লঞ্চ মালিক কর্তৃপক্ষ।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুহসীস আলম জানান, চাঁদপুর শহরের কলেজ রোডে নাশকতার চেষ্টা করে বিএনপির নেতা-কর্মীরা। এ সময় সেখান থেকে পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝিসহ শহরের বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। আটকের সংখ্যা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

কিশোরগঞ্জে আ.লীগ-বিএনপি,পুলিশ সংঘর্ষ: যুবদল কর্মী নিহত
কিশোরগঞ্জে আ.লীগ-বিএনপি,পুলিশ সংঘর্ষ: যুবদল কর্মী নিহত

কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগ ও বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনা নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। সকাল সাড়ে ৭টার দিকে দুর্জয় মোড় এলাকায় ভৈরব উপজেলা বিএনপি অবরোধ পালনে দলবেঁধে সড়কে আসে। এ সময় উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ঘটে। বিএনপির নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটালে আওয়ামী লীগের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে বিএনপির অস্থায়ী কার্যালয় ভাঙচুর করেন। এ সময় ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

ভৈরব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে।

ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধের কোন প্রভাব পড়েনি। সকাল থেকে অন্যান্য দিনের মতই স্বাভাবিক ছিল পরিবেশ। তবে দূর পাল্লার কোন বাস ছেড়ে যায়নি। এছাড়াও রেলপথ ও নৌ-পথে যান চলাচল ছিল স্বাভাবিক। জেলার অভ্যন্তরীন সড়কগুলোতে বাসসহ ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচল করছে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। অবরোধকে সামনে রেখে যে কোন প্রকার নাশকতা এড়াতে গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে যৌথ বাহিনী টহল দিচ্ছে। এই যৌথ বাহিনীতে বিজিবি, পুলিশ,র‍্যাব ও আনসার বাহিনীর সদস্যরা রয়েছেন।

টাঙ্গাইল
টাঙ্গাইলে অবরোধের সমর্থনে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের কোনো কর্মসূচির দেখা না মিললেও মহাসড়কে অবস্থান নিয়েছে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় তারা সংক্ষিপ্ত সমাবেশ করে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার কোন যানবাহনও চোখে পড়েনি। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য।

নিউজটি শেয়ার করুন

দেশের বিভিন্ন স্থানে আগুন-ভাঙচুর,পাল্টাপাল্টি ধাওয়া, নিহত ২

আপডেট সময় : ০৭:২৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

সারাদেশে চলছে বিএনপি, জামায়াতসহ বিরোধীদলগুলোর ডাকা তিনদিনের সড়ক, নৌ ও রেলপথ অবরোধ। অবরোধের প্রথম দিনেই সকাল থেকে বিভিন্ন স্থানে গাড়িতে আগুন-ভাঙচুর ও পাল্টাপাল্টি ধাওয়ার খবর পাওয়া গেছে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। কিশোরগঞ্জের কুলিয়াচরের বিএনপি-আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। তবে বিএনপির দাবি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ছয়সূতী এলাকায় এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম দাবি করেন, পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপির দুইজন নিহত হয়েছেন। তারা হলেন- বড় ছয়সূতি ইউনিয়নের ছাত্রদল নেতা শেফায়েত উল্লাহ (২০) ও একই ইউনিয়নের কৃষকদল সভাপতি বিল্লাল মিয়া (৩০)।

এদিকে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স বিএনপির দুইজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। তবে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ একজন নিহতের খবর নিশ্চিত করেছেন।

সারাদেশ থেকে প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী:

নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকর্মীদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পানচুরখী এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু বলেন, বিএনপি নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পুলিশের ওপরও হামলা চালায়। এ সময় তিন পুলিশকে পিটিয়ে আহত করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় বিএনপির তিনজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে সরকার পতনের একদফা দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জের লিংক রোড থেকে সাইনবোর্ড পর্যন্ত বিএনপির ডাকা টানা তিনদিনের অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এসময় নেতাকর্মীদেরকে টায়ার জ্বালিয়ে স্লোগান দিতে দেখা যায়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধা দিতে সর্বাত্মক চেষ্টা করেছে আওয়ামী লীগ ও তার ফ্যাসিবাদী সরকারের অনুগত আইনশৃঙ্খলা বাহিনী। সরকারের নির্যাতন ও অনিয়মের বিরুদ্ধে যারাই প্রতিবাদ করেছেন, সমালোচনা করেছেন, তাদের বিরুদ্ধেই অত্যাচার ও মামলার খড়গ নেমে এসেছে।

গাজীপুর
অবরোধ সমর্থনে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে কিছুটা উত্তাপ ছড়িয়ে পড়ে গাজীপুরে। গাজীপুরের হারিনালে একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সকাল আটটার দিকে একটি মিনি কাভার্ডভ্যান জেলা শহর থেকে কাপাসিয়া থেকে যাচ্ছিল। এ সময় অতর্কিতভাবে ৫-৬ জন যুবক এসে ওই কাভার্ডভ্যান পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে কাভার্ডভ্যানের সিটসহ সামনের অংশ পুড়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি জিয়াউল হক জানান, আগুনের খবর পেয়ে হারিনাল এলাকায় এসে অগ্নিদগ্ধ গাড়ি খুঁজছি, তবে আমরা আগুন দেয়া গাড়ি এখনো পায়নি। আগুন ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মানিকগঞ্জ
বিএনপির ডাকা তিনদিনের অবরোধের প্রথম দিনে মানিকগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে জেলা শহরের সেওতা থেকে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মানরা এলাকা দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে উঠতে গেলে পুলিশ ধাওয়া করে। বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে বিএনপি’র কয়েকজন নেতাকর্মী আহত হয় বলে দাবী করেছেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে জেলা বিএনপি’র সহসভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহাম্মেদ যাদুসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রউফ সরকার বলেন, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়েছে বিএনপি নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়া হয়েছে। ঘটনাস্থল থেকে জনকে আটক করা হয়েছে।

লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে কয়েকটি বিচ্ছিন্ন পিকেটিংয়ের মধ্য দিয়ে অবরোধ কর্মসূচির প্রথম দিন চলছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোরে জেলা শহরের অদূরে রামগতি-লক্ষ্মীপুর সড়কের মিয়া রাস্তার মাথায় ও ঢাকা-রায়পুর মহাসড়কের আলিয়া মাদ্রাসার সামনে গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে ঝটিকা মিছিল করে বিএনপি জামায়াত কর্মীরা।

এ দিকে জেলা শহরসহ সব জায়গায় দোকানপাট অফিস আদালত খোলাসহ যান চলাচল স্বাভাবিক রয়েছে। পাশাপাশি লক্ষ্মীপুর-ভোলা নৌ রুটেও সকল নৌ যান চলাচল স্বাভাবিক রয়েছে।

যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে র‍্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহলে রয়েছেন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন জানান, দুই- একটি বিচ্ছিন্ন ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

চাঁদপুর
চাঁদপুরে অবরোধকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের চোখে না পড়লেও ভোর থেকেই রাজপথ দখল করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। অবরোধকে ঘিরে সড়কে নাশকতার অভিযোগে পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি ও সাবেক ছাত্রনেতা শফিউদ্দিন বাবলুসহ বেশ কয়েকজনকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
অন্যদিকে সড়কে যানবহণ তুলনামূলক কম। চাঁদপুর থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস ও যাত্রীবাহী লঞ্চ। যদিও যাত্রী পরিপূর্ণ হলে চাঁদপুর থেকে লঞ্চ ছাড়বে বলে জানিয়েছে লঞ্চ মালিক কর্তৃপক্ষ।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুহসীস আলম জানান, চাঁদপুর শহরের কলেজ রোডে নাশকতার চেষ্টা করে বিএনপির নেতা-কর্মীরা। এ সময় সেখান থেকে পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝিসহ শহরের বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। আটকের সংখ্যা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

কিশোরগঞ্জে আ.লীগ-বিএনপি,পুলিশ সংঘর্ষ: যুবদল কর্মী নিহত
কিশোরগঞ্জে আ.লীগ-বিএনপি,পুলিশ সংঘর্ষ: যুবদল কর্মী নিহত

কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগ ও বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনা নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। সকাল সাড়ে ৭টার দিকে দুর্জয় মোড় এলাকায় ভৈরব উপজেলা বিএনপি অবরোধ পালনে দলবেঁধে সড়কে আসে। এ সময় উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ঘটে। বিএনপির নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটালে আওয়ামী লীগের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে বিএনপির অস্থায়ী কার্যালয় ভাঙচুর করেন। এ সময় ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

ভৈরব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে।

ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধের কোন প্রভাব পড়েনি। সকাল থেকে অন্যান্য দিনের মতই স্বাভাবিক ছিল পরিবেশ। তবে দূর পাল্লার কোন বাস ছেড়ে যায়নি। এছাড়াও রেলপথ ও নৌ-পথে যান চলাচল ছিল স্বাভাবিক। জেলার অভ্যন্তরীন সড়কগুলোতে বাসসহ ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচল করছে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। অবরোধকে সামনে রেখে যে কোন প্রকার নাশকতা এড়াতে গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে যৌথ বাহিনী টহল দিচ্ছে। এই যৌথ বাহিনীতে বিজিবি, পুলিশ,র‍্যাব ও আনসার বাহিনীর সদস্যরা রয়েছেন।

টাঙ্গাইল
টাঙ্গাইলে অবরোধের সমর্থনে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের কোনো কর্মসূচির দেখা না মিললেও মহাসড়কে অবস্থান নিয়েছে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় তারা সংক্ষিপ্ত সমাবেশ করে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার কোন যানবাহনও চোখে পড়েনি। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য।