ঢাকা ০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সরকারের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ করে বিভিন্ন দূতাবাসে বিএনপির চিঠি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৩১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
  • / ৪১৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত ২৮ অক্টোবর নয়াপল্টনের শান্তিপূর্ণ মহাসমাবেশকে পণ্ড করতে সরকার সহিংসতা সৃষ্টি করেছে, এমন অভিযোগ করে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসে চিঠি দিয়েছে বিএনপি।

পররাষ্ট্রমন্ত্রীর কূটনৈতিক ব্রিফিংয়ের আগে সোমবার (৩০ অক্টোবর) দূতাবাসগুলোতে এ চিঠি পাঠানো হয়েছে। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদেশি দূতাবাসে পাঠানো বিএনপির চিঠিতে বলা হয়েছে, পুলিশের হামলায় ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে গেছে। এছাড়া পুলিশের হামলায় বিএনপির সহযোগী সংগঠন যুবদলের একজন কর্মী নিহত এবং বিপুলসংখ্যক নেতাকর্মী আহত হয়েছে।

চিঠিতে বিএনপি আরও বলেছে, তাদের মহাসমাবেশে পুলিশের মদদে ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজন হামলা চালিয়েছে। এ ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করেছে। শীর্ষ নেতাদের বাসায় বাসায়ও অভিযান চালাচ্ছে পুলিশ। এছাড়া সারাদেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের একইভাবে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সরকারের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ করে বিভিন্ন দূতাবাসে বিএনপির চিঠি

আপডেট সময় : ০৭:৩১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

গত ২৮ অক্টোবর নয়াপল্টনের শান্তিপূর্ণ মহাসমাবেশকে পণ্ড করতে সরকার সহিংসতা সৃষ্টি করেছে, এমন অভিযোগ করে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসে চিঠি দিয়েছে বিএনপি।

পররাষ্ট্রমন্ত্রীর কূটনৈতিক ব্রিফিংয়ের আগে সোমবার (৩০ অক্টোবর) দূতাবাসগুলোতে এ চিঠি পাঠানো হয়েছে। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদেশি দূতাবাসে পাঠানো বিএনপির চিঠিতে বলা হয়েছে, পুলিশের হামলায় ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে গেছে। এছাড়া পুলিশের হামলায় বিএনপির সহযোগী সংগঠন যুবদলের একজন কর্মী নিহত এবং বিপুলসংখ্যক নেতাকর্মী আহত হয়েছে।

চিঠিতে বিএনপি আরও বলেছে, তাদের মহাসমাবেশে পুলিশের মদদে ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজন হামলা চালিয়েছে। এ ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করেছে। শীর্ষ নেতাদের বাসায় বাসায়ও অভিযান চালাচ্ছে পুলিশ। এছাড়া সারাদেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের একইভাবে গ্রেপ্তার করা হয়েছে।