চট্টগ্রাম ও সাভারে বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা
- আপডেট সময় : ০৭:৫৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
- / ৪১৩ বার পড়া হয়েছে
বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে চট্টগ্রাম ও সাভারে বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে । আজ বুধবার (পহেলা নভেম্বর) সকাল আটটার দিকে চট্টগ্রাম নগরের কর্ণফুলী থানার ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় একটি বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা ।
স্থানীয়রা জানান, বাসটি কর্ণফুলী থেকে পটিয়ার দিকে যাচ্ছিল। এসময় অবরোধকারীরা বাসটিতে প্রথমে ভাঙচুর চালায়। একপর্যায়ে তারা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। তবে যাত্রী, বাসের চালক ও সহকারী দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বলেন, অবরোধকারীরা একটি বাসে আগুন দিয়েছে। তাদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অবরোধের দ্বিতীয় দিন চট্টগ্রামে ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের সংখ্যা কম। সেই সাথে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। তবে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
অন্যদিকে, সাভারের হেমায়েতপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এঘটনায় ২জনকে আটক করা হয়েছে। বুধবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুরে মধুমতী মডেল টাউনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ৪টি মোটরসাইকেল যোগে ১০ থেকে ১২ জনের একটি গ্রুপ হঠাৎ বাসটিকে আগুন দেয়। পরে আশেপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বত্তরা চলে যায়।
এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: নুরুল ইসলাম জানান, সকাল ৬ টা ১৫ মিনিটের দিকে বাসটিতে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি ঢাকা-থেকে গাইবান্ধা চলাচল করতো। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি ঘটনাস্থল পরিদর্শনে করে জানান, ঘটনাস্থলে অনেকগুলো বাস পার্কিং করা ছিলো। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।