ব্রেকিং নিউজ ::
গাজায় শরণার্থী শিবিরে হামলায় নিহত বেড়ে ২০০, নিখোঁজ ১২০
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৬:২৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
- / ৪৩৬ বার পড়া হয়েছে
গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০০ জনে। এখনো নিখোঁজ রয়েছেন ১২০জন। গুরুতর আহত অবস্থায় আছেন ৭৭৭ জনের বেশি মানুষ। পরপর আটটি ক্ষেপণাস্ত্র হামলায় নিমিষেই ধ্বংসস্তুপে পরিণত শরণার্থী শিবিরটি।
গাজার সরকারি সংবাদমাধ্যম সর্বশেষ প্রতিবেদন এ তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে এসব খবর জানানো হয়।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গত মঙ্গলবার ও বুধবার জাবালিয়ায় ইসরায়েলি হামলাকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন। অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার বলেছেন, এই ‘অসমানুপাতিক হামলা’ ‘যুদ্ধাপরাধ’ হতে পারে।
ইসরায়েল দাবি, হামাস কমান্ডারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
গত ৭ অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলে হামলা চালায় হামাস। এরপর থেকে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।