০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মিরপুরে পুলিশ ও গার্মেন্টস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ

বেতন-ভাতা বাড়ানো ও আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে আজ আবারও মিরপুরে সড়কে নেমে বিক্ষোভ করছেন পোশাক কারখানায় কর্মরত শ্রমিকরা। পুলিশ ও আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে রাজধানীর পূরবী সিনেমা হলের সামনের প্রধান সড়ক অবরোধ করেন শ্রমিকরা। ফলে সড়কটি দিয়ে যান চলাচল করতে পারছে না। বেলা ১২টার দিকে পুলিশ ও আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর ফলে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে পারছে না।

পোশাক শ্রমিকরা জানান, গত মঙ্গলবার সকালে ঘটনার সূত্রপাত হয় পল্লবীতে ইপিলিয়ন নিটওয়্যারস লিমিটেডের একটি কারখানার কর্মীদের আটকে রাখাকে কেন্দ্র করে। অন্য কারখানার শ্রমিকদের আন্দোলনে ইপিলিয়নের কর্মীরা যুক্ত হতে পারেন, এমন আশঙ্কা থেকে তাঁদের বের হতে দেওয়া হচ্ছিল না।

কারখানাটির আশপাশের এলাকায় লাঠিসোঁটা নিয়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের অনুসারীরা শ্রমিকদের ভয় দেখাচ্ছিলেন। এ নিয়ে ইপিলিয়নের কর্মীদের সঙ্গে তাদের প্রথমে বাগবিতণ্ডা হয়। এর জের ধরে পোশাককর্মীদের ওপর হামলা করেন তারা।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, আজ সকালে আবারও রাস্তায় নেমেছে শ্রমিকরা। সেখানে আমাদের টিম আছে।

শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা

মিরপুরে পুলিশ ও গার্মেন্টস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ

আপডেট : ০৭:২২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩

বেতন-ভাতা বাড়ানো ও আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে আজ আবারও মিরপুরে সড়কে নেমে বিক্ষোভ করছেন পোশাক কারখানায় কর্মরত শ্রমিকরা। পুলিশ ও আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে রাজধানীর পূরবী সিনেমা হলের সামনের প্রধান সড়ক অবরোধ করেন শ্রমিকরা। ফলে সড়কটি দিয়ে যান চলাচল করতে পারছে না। বেলা ১২টার দিকে পুলিশ ও আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর ফলে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে পারছে না।

পোশাক শ্রমিকরা জানান, গত মঙ্গলবার সকালে ঘটনার সূত্রপাত হয় পল্লবীতে ইপিলিয়ন নিটওয়্যারস লিমিটেডের একটি কারখানার কর্মীদের আটকে রাখাকে কেন্দ্র করে। অন্য কারখানার শ্রমিকদের আন্দোলনে ইপিলিয়নের কর্মীরা যুক্ত হতে পারেন, এমন আশঙ্কা থেকে তাঁদের বের হতে দেওয়া হচ্ছিল না।

কারখানাটির আশপাশের এলাকায় লাঠিসোঁটা নিয়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের অনুসারীরা শ্রমিকদের ভয় দেখাচ্ছিলেন। এ নিয়ে ইপিলিয়নের কর্মীদের সঙ্গে তাদের প্রথমে বাগবিতণ্ডা হয়। এর জের ধরে পোশাককর্মীদের ওপর হামলা করেন তারা।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, আজ সকালে আবারও রাস্তায় নেমেছে শ্রমিকরা। সেখানে আমাদের টিম আছে।