ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘অপকর্ম করার জন্য অবরোধ ডাকা হয়েছে’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:১৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
  • / ৪২৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কিছু ভাড়া করা লোক আছে, তাদের দলের ভিতরে ট্রেনিংপ্রাপ্ত কিছু দুষ্কৃতকারী আছে, যাদের দিয়ে বাস পোড়াবে, বাসে আগুন দেবে, ভাঙচুর করবে, এসব অপকর্ম করার জন্য অবরোধ ডাকা হয়েছে।

একাত্তরের ১৫ আগস্ট আর পঁচাত্তরের ৩ নভেম্বর একইসূত্রে গাঁথা। একই ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ৩ নভেম্বর দেশকে নেতৃত্ব শূন্য করতেই জেলের মধ্যে হত্যাকাণ্ড চালানো হয়।

আজ শুক্রবার (৩ নভেম্বর) জেলহত্যা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন কাদের।এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলটির কেন্দ্রীয় নেতারাও শ্রদ্ধা জানান।

কাদের বলেন, ৭৫ থেকে যে হত্যাকাণ্ড হয়েছে সব ১৯৭১ সালের পরাজয়ের শোধ নিতে করা হয়েছে। ২১ আগস্টে টার্গেট করা হয় শেখ হাসিনাকে। এই রাজনীতির শেষ কোথায়।

এরা বারবার আঘাত করছে। এরা সাম্প্রদায়িক। এদের ঠিকানা বিএনপি। গণতন্ত্র, স্বাধীনতাকে নিরাপদ করতে বিএনপির নেতৃত্বাধীন সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করারও আহ্বান জানান কাদের।

২৮ অক্টোবর বিএনপির নাশকতা-অপকর্মের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার কি দমনমূলক, তারা কি দায় এড়াতে পারে বলে প্রশ্ন রাখেন কাদের। বলেন, তাদের কি বিচার হবে না, বিচার হতেই হবে।

কাদের বলেন, ভাড়া করা লোক দিয়ে এবং দলের কিছু দুষ্কৃতকারী দিয়ে অপকর্ম করতেই অবরোধ দিয়েছে বিএনপি।

ওবায়দুল কাদের বলেন, সেদিন বিএনপি ২৪ জন সাংবাদিকের ওপর নৃশংসভাবে হামলা করেছিল, কিভাবে একজন পুলিশ সদস্যকে হত্যা করেছিল, হাসপাতালে হামলা চালিয়েছিল, প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালানো হয়েছিল। পার্কিং করা বাসে হেলপার শুয়েছিল, ঘুমন্ত হেলপারকে গাড়িসহ পুড়িয়ে দেওয়া হয়। এসব অপকর্মের যারা নেতৃত্ব দিয়েছে তাদের আটক করা কি দমনমূলক? অপরাধ করলে বিচার হবে না? ২৪ জন সাংবাদিকের ওপর সেদিন যে অত্যাচার করেছে তারা কি দায় এড়াতে পারবে? এটার বিচার হবে না? অপরাধ করলে বিচার হবে।

এদিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রথমে এবং পরে দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

‘অপকর্ম করার জন্য অবরোধ ডাকা হয়েছে’

আপডেট সময় : ০৮:১৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কিছু ভাড়া করা লোক আছে, তাদের দলের ভিতরে ট্রেনিংপ্রাপ্ত কিছু দুষ্কৃতকারী আছে, যাদের দিয়ে বাস পোড়াবে, বাসে আগুন দেবে, ভাঙচুর করবে, এসব অপকর্ম করার জন্য অবরোধ ডাকা হয়েছে।

একাত্তরের ১৫ আগস্ট আর পঁচাত্তরের ৩ নভেম্বর একইসূত্রে গাঁথা। একই ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ৩ নভেম্বর দেশকে নেতৃত্ব শূন্য করতেই জেলের মধ্যে হত্যাকাণ্ড চালানো হয়।

আজ শুক্রবার (৩ নভেম্বর) জেলহত্যা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন কাদের।এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলটির কেন্দ্রীয় নেতারাও শ্রদ্ধা জানান।

কাদের বলেন, ৭৫ থেকে যে হত্যাকাণ্ড হয়েছে সব ১৯৭১ সালের পরাজয়ের শোধ নিতে করা হয়েছে। ২১ আগস্টে টার্গেট করা হয় শেখ হাসিনাকে। এই রাজনীতির শেষ কোথায়।

এরা বারবার আঘাত করছে। এরা সাম্প্রদায়িক। এদের ঠিকানা বিএনপি। গণতন্ত্র, স্বাধীনতাকে নিরাপদ করতে বিএনপির নেতৃত্বাধীন সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করারও আহ্বান জানান কাদের।

২৮ অক্টোবর বিএনপির নাশকতা-অপকর্মের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার কি দমনমূলক, তারা কি দায় এড়াতে পারে বলে প্রশ্ন রাখেন কাদের। বলেন, তাদের কি বিচার হবে না, বিচার হতেই হবে।

কাদের বলেন, ভাড়া করা লোক দিয়ে এবং দলের কিছু দুষ্কৃতকারী দিয়ে অপকর্ম করতেই অবরোধ দিয়েছে বিএনপি।

ওবায়দুল কাদের বলেন, সেদিন বিএনপি ২৪ জন সাংবাদিকের ওপর নৃশংসভাবে হামলা করেছিল, কিভাবে একজন পুলিশ সদস্যকে হত্যা করেছিল, হাসপাতালে হামলা চালিয়েছিল, প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালানো হয়েছিল। পার্কিং করা বাসে হেলপার শুয়েছিল, ঘুমন্ত হেলপারকে গাড়িসহ পুড়িয়ে দেওয়া হয়। এসব অপকর্মের যারা নেতৃত্ব দিয়েছে তাদের আটক করা কি দমনমূলক? অপরাধ করলে বিচার হবে না? ২৪ জন সাংবাদিকের ওপর সেদিন যে অত্যাচার করেছে তারা কি দায় এড়াতে পারবে? এটার বিচার হবে না? অপরাধ করলে বিচার হবে।

এদিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রথমে এবং পরে দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।