সাকিবদের নিয়ে অবশেষে মুখ খুললেন তামিম
- আপডেট সময় : ০৯:৩৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
- / ৪২২ বার পড়া হয়েছে
বিগত কয়েক বছর ধরে ওয়ানডে ফরম্যাটে দাপট দেখিয়ে খেলে আসছিল টাইগাররা। শুধু তাই নয় ওয়ানডে সুপার লিগের টেবিলে শক্ত অবস্থানে থেকেই বিশ্বকাপে কোয়ালিফাই করে বাংলাদেশ। কিন্তু বিশ্বকাপে নিজেদের প্রমাণে ব্যর্থ হয় সাকিবের দল।
দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হয়েছিল বাংলাদেশ দলের। তবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি টাইগাররা। প্রথম ম্যাচ জয়ের পর টানা ছয় ম্যাচ হারে সাকিব বাহিনী। এতে সেমিফাইনালের দৌঁড় থেকে ছিটকে যায় বাংলাদেশ। ১০ দলের বিশ্বকাপে প্রথম দল হিসেবে বাদ পড়ে বাংলাদেশ। লাইমলাইটে থাকা ক্রিকেটারদের পারফরম্যান্সে নাজুক পরিস্থিতি দলের ভরাডুবির বড় কারণ।
দলের এমন দুঃসময়ে ভক্ত-সমর্থকদের বারবার মনে পড়ছে সাবেক অধিনায়ক তামিম ইকবালের কথা। বিশ্বকাপ খেলতে অবসর ভেঙে ফিরলেও শেষ পর্যন্ত আর খেলা হয়নি দেশসেরা এই ওপেনারের।
বাজে পারফরম্যান্সে একের পর এক ব্যর্থতায় সাকিবদের কচুকাটা করছেন সমর্থকরা। ক্রিকেটারদের এমন দুঃসময়ে পাশে দাঁড়ালেন তামিম। একটি জাতীয় দৈনিকের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গিয়ে সাবেক টাইগার এই অধিনায়ক বলেন, ‘ক্রিকেট এমন একটা জিনিস যেটা মানুষকে একত্র করে। আমরা ক্রিকেট নিয়ে এতো ইমোশনাল (আবেগী) যে, যখন ভালো হয় না আমাদের মনে হয় দুনিয়া শেষ হয়ে গেল। আর যখন ভালো হয় তখন আমাদের মনে হয় সব জয় করে নিয়েছি। এখন আমরা একটু কঠিন সময় দিয়ে যাচ্ছি।’
তামিম আরও বলেন, ‘একটু চিন্তা করেন ১৫টা ছেলে ওখানে গিয়ে চেষ্টা করছে। তাদের পরিবার বা তাদের ওপর কীভাবে প্রতিক্রিয়াটা পড়েছে। আমি জানি এটা কঠিন সময়, আমরা জাতিকে হতাশ করেছি। কিন্তু দিন শেষে ওরা সবাই মানুষ।’
বিশ্বকাপে তামিমকে মিস করছেন সমর্থকদের অনেকেই। এ প্রসঙ্গে তিনি, ‘আমি খেলি বা না খেলি সেটা ব্যাপার না। বাংলাদেশ খেলছে আমাদের সমর্থন করা উচিত।’
তামিমের আবারও ক্রিকেটে ফেরা অনিশ্চিত বলে গুঞ্জন রয়েছে। চট্টলার এই ক্রিকেটারও ধোঁয়াশা রেখে দিলেন। বলেন, ‘জানি না খেলব কি খেলব না সামনে। যদি খেলি তাহলে মাঠে দেখবেন আর যদি না খেলি তাহলে সেইম। দোয়া করবেন আমার জন্য।’