নেইমারের কোপায় খেলা নিয়ে শঙ্কা
- আপডেট সময় : ০২:৫৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
- / ৪২০ বার পড়া হয়েছে
নেইমারের হাঁটুতে সফল অস্ত্রোপচার হয়েছে। হাঁটুর লিগামেন্ট ছিড়ে যাওয়ায় ব্রাজিল ফুটবল সুপারস্টারকে সাত মাসের ব্যবধানে দ্বিতীয়বার অস্ত্রোপচার করতে হলো। পুরোপুরি সুস্থ হয়ে খেলায় ফিরতে চলতি মৌসুমের পুরোটা সময় মাঠের বাইরে থাকতে হবে তাকে। আগামী বছরের কোপা আমেরিকায় তাকে পাওয়া নিয়েও শংকা তৈরি হয়েছে।
গত ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ৪৪ মিনিটে চোট পান নেইমার। প্রতিপক্ষের মিডফিল্ডার নিকোলাস দে লা ক্রুজের সঙ্গে বল দখলের এক পর্যায়ে ধাক্কা খেয়ে পড়ে যান। ব্যথায় মাঠে শুয়েই কাতারাতে থাকেন। মাঠে প্রাথমিক চিকিৎসা দিলেও কোনো লাভ হয়নি। স্ট্রেচারে চড়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন ৩১ বছরের ফুটবল সুপারস্টার।
ব্রাজিলের মেডিকেল টিমের পর্যবেক্ষণ শেষে পরদিনই জানানো হয়, হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচারে যেতে হবে নেইমারকে। বৃহস্পতিবার বেলো হরিজোন্তের এক হাসপাতালে সফল অস্ত্রোপচার হয় বার্সেলোনা ও পিএসজির সাবেক ফরোয়ার্ডের।
শনিবার হাসপাতাল ছাড়ার পর রিকভারি সেশন শুরু হবে তার। যা চলবে আগামী বছরের মাঝামাঝি সময় পর্যন্ত। অর্থাৎ, চলতি মৌসুমের বাকি সময়টায় আর মাঠে নামা হচ্ছে না নেইমারের। একই সঙ্গে আগামী বছরের কোপা আমেরিকায় তাকে পাওয়া নিয়েও শংকা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রে ২০ জুন আসর শুরু হয়ে তা চলবে ১৪ জুলাই পর্যন্ত।