২৪৩ রানের বিশাল জয় ভারতের
- আপডেট সময় : ০৫:৫৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
- / ৪১৯ বার পড়া হয়েছে
বিরাট কোহলি তার স্বভাবজাত আক্রমণাত্মক ব্যাটিং ছেড়ে এদিন একটু রয়েসয়ে খেললেন। শচীনের রেকর্ডে ভাগ বসানো সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতও পেল ৩২৬ রানের সংগ্রহ। চলতি বিশ্বকাপে প্রোটিয়াদের ব্যাটিং দেখলে এই সংগ্রহকে খুব বড় মনে হবে না। কিন্তু, ভারতের বোলিং তোপে মাত্র ৮৩ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। ভারত পায় ২৪৩ রানের বিশাল জয়।
কলকাতার ইডেন গার্ডেন্সে আজ রোববার (৫ নভেম্বর) আগে ব্যাট করে ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৩২৬ রান তোলে ভারত। জবাবে ২৭.১ ওভারে ৮৩ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।
ইনিংসের দ্বিতীয় ওভারেই মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হন ছন্দে থাকা কুইন্টন ডি কক (৫)। দলীয় ২২ রানে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা (১১)। দুই উইকেট হারানোর পাশাপাশি যেন আত্মবিশ্বাসও হারিয়ে ফেলে প্রোটিয়ারা। এরপর কেবল নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। ফন ডার ডুসেনকে ১৩ রানের মাথায় লেগ বিফোরের ফাঁদে ফেলেন মোহাম্মদ শামি। হেনরিক ক্লাসেনকে এক রানের বেশি করতে দেননি জাদেজা। তাকেও বোল্ড করেন তিনি। প্রোটিয়াদের ব্যাটিং আক্রমণ একা হাতে গুঁড়িয়ে দেন জাদেজা। ৩৩ রান দিয়ে একাই পাঁচ উইকেট তুলে নেন তিনি। সঙ্গে শামি ও কুলদীপ যাদবের দুটি করে চার উইকেট শিকারে তাসের ঘরের মতো ভেঙে পড়ে প্রোটিয়ারা। গড়তে পারেনি কোনোরকম প্রতিরোধ। ফলে ৮৩ রানে অলআউট হয় তারা।
এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভারত। ওপেনিং জুটিতেও নিজেদের ধার ধরে রাখেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। মাত্র ৫.৫ ওভারে ৬২ রানের জুটি গড়েন তারা। কাগিসো রাবাদার বলে প্রোটিয়া অধিনায়ক বাভুমার হাতে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত। এর আগে করেন ২৪ বলে ৪০ রান। ২৩ রান করে কেশব মহারাজের বলে বোল্ড হন গিল।
তৃতীয় উইকেটে শ্রেয়াস আইয়ারকে সঙ্গে নিয়ে বিরাট কোহলি গড়েন ১৩৪ রানের জুটি। ৮৭ বলে ৭৭ রান করে এনগিডি লুঙ্গির বলে আউট হন শ্রেয়াস। কোহলি ঠিকই তুলে নেন সেঞ্চুরি। ম্যাচে নিজের মুখোমুখি হয় ১১৯ তম বলে সিঙ্গেল নিয়ে শতরান পূর্ণ করেন কোহলি। ছুঁয়ে ফেলেন ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক শচীন টেন্ডুলকারকে। কিংবদন্তি শচীন ও কোহলি দুজনেরই এখন ওয়ানডেতে সেঞ্চুরি সংখ্যা ৪৯ টি। শেষ পর্যন্ত ১২১ বলে ১০টি চারে ১০১ রানের চমৎকার ইনিংস খেলে অপরাজিত থাকেন কোহলি।
সুর্যকুমার যাদবের ১৪ বলে ২২ রান ও রবীন্দ্র জাদেজার ১৫ বলে অপরাজিত ২৯ রানের ক্যামিওতে বারত পায় ৩২৬ রানের সংগ্রহ।
দক্ষিণ আফ্রিকার পক্ষে একটি করে উইকেট পান লুঙ্গি, রাবাদা ও মহারাজ।
সংক্ষিপ্ত স্কোর
ভারত : ৫০ ওভারে ৩২৬/৫। (রোহিত শর্মা ৪০, গিল ২৩, কোহলি ১০১* শ্রেয়াস ৭৭, রাহুল ৮, যাদব ২২, জাদেজা ২৯*; লুঙ্গি ৮.২-০-৬৩-১, জ্যানসেন ৯.৪-০-৯৪-১, রাবাদা ১০-১-৪৮-১, মহারাজ ১০-০-৩০-১, শামজি ১০-০-৭২-১, মার্করাম ২-০-১৭-০)
দক্ষিণ আফ্রিকা : ২৭.১ ওভারে ৮৩/১০। (ডি কক ৫, বাভুমা ১১, ডুসেন ১৩, মার্করাম ৯, ক্লাসেন ১, মিলার ১১, জ্যানসেন ১৪, মহারাজ ৭, রাবাদা ৬, লুঙ্গি ০, শামজি ৪*; বুমরাহ ৫-০-১৪-০, সিরাজ ৪-১-১১-১, জাদেজা ৯-১-৩৩-৫, শামি ৪-০-১৮-২, যদিব ৫.১-১-৭-২)
ফল : ভারত ২৪৩ রানে জয়ী।