০৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে ফের পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ২ বাসে আগুন

মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরের কোনাবাড়ী ও কাশিমপুর এলাকার বিভিন্ন গার্মেন্টস শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের আন্দোলনে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকরা। আজ মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা এ বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে এবং দু‌টি যাত্রীবাহী বাসে আগুন দেন। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।

জানা গেছে, বেতন বৃদ্ধির দাবিতে মঙ্গলবার সকাল থেকে কোনাবাড়ী ও কাশিমপুর থানার আশপাশের এলাকায় শ্রমিকদের বিক্ষোভ চলছিল। এসময় শ্রমিকদের সঙ্গে পুলিশের বেশ কয়েকবার ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ারসেল ছুড়ে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসে আগুন ধরিয়ে দেয় তারা।

পুলিশ, বিজিবি, র‍্যাবের একাধিক দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। বর্তমানে কোনাবাড়ী-কাশিমপুর ও পল্লী বিদ্যুৎ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) ইব্রাহিম খান গণমাধ্যমকে জানান, কোনাবাড়ীতে আন্দোলন শ্রমিকরা সড়ক অবরোধ করেছে এবং দুটি বাসে আগুন দিয়েছে।

র‍্যাব–১ গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর‌ মোহাম্মদ ইয়া‌সির আরাফাত হোসেন বলেন, ‘পোশাক শ্রমিকরা সংগঠিত হয়ে থেকে ওই স্থানে আজমেরী পরিবহনের দুটি বাসে আগুন দেন। কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাস দুটির আগুন নেভান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মোহাম্মদ ইয়া‌সির আরাফাত হোসেন আরও বলেন, ‘ঘটনাস্থলে বিপুল সংখ্যক পু‌লিশ, র‍্যাব ও বি‌জি‌বি মোতায়েন রয়েছে। সড়কে এখন যানবাহন চলাচল করছে।’

এদিকে, কয়েকদিন ধরে আশুলিয়া ও গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীরা।

শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা

গাজীপুরে ফের পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ২ বাসে আগুন

আপডেট : ০৬:৩৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩

মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরের কোনাবাড়ী ও কাশিমপুর এলাকার বিভিন্ন গার্মেন্টস শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের আন্দোলনে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকরা। আজ মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা এ বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে এবং দু‌টি যাত্রীবাহী বাসে আগুন দেন। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।

জানা গেছে, বেতন বৃদ্ধির দাবিতে মঙ্গলবার সকাল থেকে কোনাবাড়ী ও কাশিমপুর থানার আশপাশের এলাকায় শ্রমিকদের বিক্ষোভ চলছিল। এসময় শ্রমিকদের সঙ্গে পুলিশের বেশ কয়েকবার ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ারসেল ছুড়ে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসে আগুন ধরিয়ে দেয় তারা।

পুলিশ, বিজিবি, র‍্যাবের একাধিক দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। বর্তমানে কোনাবাড়ী-কাশিমপুর ও পল্লী বিদ্যুৎ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) ইব্রাহিম খান গণমাধ্যমকে জানান, কোনাবাড়ীতে আন্দোলন শ্রমিকরা সড়ক অবরোধ করেছে এবং দুটি বাসে আগুন দিয়েছে।

র‍্যাব–১ গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর‌ মোহাম্মদ ইয়া‌সির আরাফাত হোসেন বলেন, ‘পোশাক শ্রমিকরা সংগঠিত হয়ে থেকে ওই স্থানে আজমেরী পরিবহনের দুটি বাসে আগুন দেন। কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাস দুটির আগুন নেভান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মোহাম্মদ ইয়া‌সির আরাফাত হোসেন আরও বলেন, ‘ঘটনাস্থলে বিপুল সংখ্যক পু‌লিশ, র‍্যাব ও বি‌জি‌বি মোতায়েন রয়েছে। সড়কে এখন যানবাহন চলাচল করছে।’

এদিকে, কয়েকদিন ধরে আশুলিয়া ও গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীরা।