ইউএস ওপেনের সেমিফাইনালে নোভাক জকোভিচ

ক্রীড়া ডেস্ক
- আপডেট সময় : ১২:২২:৫৫ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
- / ৬১২ বার পড়া হয়েছে

বছরের শেষ গ্র্যান্ডস্ল্যাম ইউএস ওপেন টেনিসের পুরুষ এককের সেমিফাইনালে উঠেছেন সার্বিয়ার নোভাক জকোভিচ। নিউইয়র্কের ফ্লাশিং মিডোর আর্থার অ্যাশ কোর্টে, কোয়ার্টার ফাইনালে নোভাক জকোভিচ ৩-০ সেটে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটজকে। দারুণ ছন্দে থাকা জকোভিচ খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করতে থাকেন।
প্রথম সেটে তিনি সহজেই জয় পান। দ্বিতীয় ও তৃতীয় সেটে টেইলর ফ্রিটজ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও পরাজয় এড়াতে পারেননি। সহজ জয় নিয়ে শেষ চার নিশ্চিত করেন জকোভিচ। এই নিয়ে ৪৭ বারের মতো কোন গ্র্যান্ডস্ল্যামের সেমিফাইনালে খেলার কৃতিত্ব দেখালেন সার্বিয়ান এই খেলোয়াড়।