ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

চোট পাওয়ায় ঢাকায় ফিরছেন সাকিব

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
  • / ৪২৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চোট পাওয়ায় ঢাকায় ফিরে আসছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ দল দিল্লি থেকে পুনে রওয়া হয়েছে, সাকিব সেখানে না গিয়ে আজই দেশে ফিরে আসছেন।

আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ের সময় চোট পেয়েছেন সাকিব আল হাসান। এক্স-রে করার পর দেখা গেছে, আঙুলে চিড় ধরেছে। এতে ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়া ম্যাচে খেলা সম্ভব না তাঁর পক্ষে।

জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান জানিয়েছেন, ‘ইনিংসের শুরুতে বাঁ তর্জনিতে আঘাত লেগেছিল সাকিবের। কিন্তু টেপ লাগিয়ে ও ব্যাথানাশক খেয়ে ব্যাটিং চালিয়ে গেছেন। ম্যাচের পর দিল্লিতে জরুরি এক্স-রে করার পর দেখা গেছে পিপ জয়েন্টে চিড় ধরেছে। সুস্থ হতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে। পূণর্বাসন প্রক্রিয়া শুরু করতে আজই বাংলাদেশে ফিরবেন সাকিব।’

গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ৫৭ রানে ২ উইকেট নেওয়ার পর আবার ব্যাট হাতে ৬৫ বলে ৮২ রান করেছেন সাকিব। বিশ্বকাপে অষ্টমবারের মতো ম্যাচসেরা হয়েছেন সাকিব।

নিউজটি শেয়ার করুন

চোট পাওয়ায় ঢাকায় ফিরছেন সাকিব

আপডেট সময় : ০৯:২০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চোট পাওয়ায় ঢাকায় ফিরে আসছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ দল দিল্লি থেকে পুনে রওয়া হয়েছে, সাকিব সেখানে না গিয়ে আজই দেশে ফিরে আসছেন।

আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ের সময় চোট পেয়েছেন সাকিব আল হাসান। এক্স-রে করার পর দেখা গেছে, আঙুলে চিড় ধরেছে। এতে ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়া ম্যাচে খেলা সম্ভব না তাঁর পক্ষে।

জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান জানিয়েছেন, ‘ইনিংসের শুরুতে বাঁ তর্জনিতে আঘাত লেগেছিল সাকিবের। কিন্তু টেপ লাগিয়ে ও ব্যাথানাশক খেয়ে ব্যাটিং চালিয়ে গেছেন। ম্যাচের পর দিল্লিতে জরুরি এক্স-রে করার পর দেখা গেছে পিপ জয়েন্টে চিড় ধরেছে। সুস্থ হতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে। পূণর্বাসন প্রক্রিয়া শুরু করতে আজই বাংলাদেশে ফিরবেন সাকিব।’

গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ৫৭ রানে ২ উইকেট নেওয়ার পর আবার ব্যাট হাতে ৬৫ বলে ৮২ রান করেছেন সাকিব। বিশ্বকাপে অষ্টমবারের মতো ম্যাচসেরা হয়েছেন সাকিব।