১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সহিংসতায় পরিবহন খাতে ক্ষতি সাড়ে ২১ কোটি টাকা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট : ০৯:২৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
  • ৭৬ দেখেছেন

গেল ২৮ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত দুই দফায় নয় দিনের হরতাল-অবরোধে পরিবহন খাতের ক্ষতি ২১ কোটি ৪০ লাখ টাকা। এ সময়ের মধ্যে, ঢাকায় ৬৪টি গাড়িতে আগুন এবং ১৫০টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঢাকার বাইরে আগুনে পোড়ানো হয়েছে বেশ কয়েকটি বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব জনাব খন্দকার এনায়েত উল্ল্যাহ এসব তথ্য দিয়েছেন।

সোমবার সন্ধ্যায় জনাব খন্দকার এনায়েত উল্ল্যাহ বলেন, গেল ২৮ অক্টোবর থেকে দুই দফায় নয় দিনের হরতাল-অবরোধে পরিবহন খাতের ক্ষতি হয়েছে ২১ কোটি ৪০ লাখ টাকা।

২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ঘিরে ব্যাপক সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হন। পর দিন ২৯ অক্টোবর হরতাল পালন করে বিএনপি। এর পর ৩১ অক্টোবর থেকে ডাকা তিন দিনের অবরোধ শেষ হয় ২ নভেম্বর। এরপর ৫ ও ৬ নভেম্বর আবারও অবরোধ পালন করে বিএনপি।

ফায়ার সার্ভিসের তথ্য বলছে, রোববার ও সোমবারের অবরোধে সারা দেশে বাস-ট্রাকসহ ২১টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে অনেক গাড়ি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, রাজধানীয় নয়া পল্টনে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে ১১০টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ২৮ অক্টোবর ২৯টি, ২৯ অক্টোবর ১৯টি, ৩০ অক্টোবর ১টি, ৩১ অক্টোবর ১১টি, ১ নভেম্বর ১৪টি, ২ নভেম্বর ৭টি, ৪ নভেম্বর ৬টি, ৫ নভেম্বর ১৩টি ও ৬ নভেম্বর ১০টি অগ্নিকাণ্ড হয়।

হরতাল-অবরোধে পরিবহন খাতের পাশাপাশি ক্ষতির মুখে পড়ছে অন্যান্য গুরুত্বপূর্ণ খাতও। মারাত্মক প্রভাব পড়েছে ভোগ্যপণ্য সরবরাহ ব্যবস্থায়। বাজারে কমেছে ক্রেতা। সহিংসতা অব্যাহত থাকলে ভোগ্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা ব্যবসায়ীদের।

অবরোধে সহিংসতায় স্কুলে কমছে শিক্ষার্থী উপস্থিতি। আতঙ্কিত শিক্ষার্থী-অভিভাবকরা। শিক্ষা গবেষকরা বলছেন, এভাবে চলতে থাকলে বড় ক্ষতির মুখে পড়বে শিক্ষার্থীরা।

শিক্ষা গবেষক মোস্তাফিজুর রহমান বলছেন, আমাদের শিক্ষা ব্যবস্থার ধারা স্বাভাবিক রাখতে রাজনৈতিক স্থিতিশীলতার বিকল্প নেই। শিক্ষার্থীরা যেন ঠিকভাবে পরীক্ষা দিতে পারে, ঠিক সময়ে ভর্তি হতে পারে সেটা নিশ্চিত করা একান্ত জরুরি।

দুই দিনের অবরোধ শেষ হওয়ার আগেই সোমবার নতুন করে আরও ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে দলটি।

অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ অনুমোদন

সহিংসতায় পরিবহন খাতে ক্ষতি সাড়ে ২১ কোটি টাকা

আপডেট : ০৯:২৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩

গেল ২৮ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত দুই দফায় নয় দিনের হরতাল-অবরোধে পরিবহন খাতের ক্ষতি ২১ কোটি ৪০ লাখ টাকা। এ সময়ের মধ্যে, ঢাকায় ৬৪টি গাড়িতে আগুন এবং ১৫০টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঢাকার বাইরে আগুনে পোড়ানো হয়েছে বেশ কয়েকটি বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব জনাব খন্দকার এনায়েত উল্ল্যাহ এসব তথ্য দিয়েছেন।

সোমবার সন্ধ্যায় জনাব খন্দকার এনায়েত উল্ল্যাহ বলেন, গেল ২৮ অক্টোবর থেকে দুই দফায় নয় দিনের হরতাল-অবরোধে পরিবহন খাতের ক্ষতি হয়েছে ২১ কোটি ৪০ লাখ টাকা।

২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ঘিরে ব্যাপক সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হন। পর দিন ২৯ অক্টোবর হরতাল পালন করে বিএনপি। এর পর ৩১ অক্টোবর থেকে ডাকা তিন দিনের অবরোধ শেষ হয় ২ নভেম্বর। এরপর ৫ ও ৬ নভেম্বর আবারও অবরোধ পালন করে বিএনপি।

ফায়ার সার্ভিসের তথ্য বলছে, রোববার ও সোমবারের অবরোধে সারা দেশে বাস-ট্রাকসহ ২১টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে অনেক গাড়ি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, রাজধানীয় নয়া পল্টনে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে ১১০টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ২৮ অক্টোবর ২৯টি, ২৯ অক্টোবর ১৯টি, ৩০ অক্টোবর ১টি, ৩১ অক্টোবর ১১টি, ১ নভেম্বর ১৪টি, ২ নভেম্বর ৭টি, ৪ নভেম্বর ৬টি, ৫ নভেম্বর ১৩টি ও ৬ নভেম্বর ১০টি অগ্নিকাণ্ড হয়।

হরতাল-অবরোধে পরিবহন খাতের পাশাপাশি ক্ষতির মুখে পড়ছে অন্যান্য গুরুত্বপূর্ণ খাতও। মারাত্মক প্রভাব পড়েছে ভোগ্যপণ্য সরবরাহ ব্যবস্থায়। বাজারে কমেছে ক্রেতা। সহিংসতা অব্যাহত থাকলে ভোগ্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা ব্যবসায়ীদের।

অবরোধে সহিংসতায় স্কুলে কমছে শিক্ষার্থী উপস্থিতি। আতঙ্কিত শিক্ষার্থী-অভিভাবকরা। শিক্ষা গবেষকরা বলছেন, এভাবে চলতে থাকলে বড় ক্ষতির মুখে পড়বে শিক্ষার্থীরা।

শিক্ষা গবেষক মোস্তাফিজুর রহমান বলছেন, আমাদের শিক্ষা ব্যবস্থার ধারা স্বাভাবিক রাখতে রাজনৈতিক স্থিতিশীলতার বিকল্প নেই। শিক্ষার্থীরা যেন ঠিকভাবে পরীক্ষা দিতে পারে, ঠিক সময়ে ভর্তি হতে পারে সেটা নিশ্চিত করা একান্ত জরুরি।

দুই দিনের অবরোধ শেষ হওয়ার আগেই সোমবার নতুন করে আরও ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে দলটি।