০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তান নারী দলকে হারিয়ে দিলো বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হারতে হলেও দ্বিতীয় ওয়ানডেতে জয় হাতছাড়া করেনি বাংলাদেশ। তবে এ ম্যাচ প্রথম ম্যাচের চেয়েও রোমাঞ্চ ছড়িয়েছে। নির্ধারিত শেষ ওভার পর্যন্ত পাকিস্তানের জয়ের সম্ভাবনাও বাংলাদেশের মতোই ছিল। ম্যাচ টাই হয়েছিল। এরপর সুপার ওভারে গড়ায় ম্যাচ, সেখানে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানার বীরত্বে সিরিজে সমতা ফিরিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ।

শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ রান। হাতে ছিল এক উইকেট। এমন সমীকরণের সামনে ফাহিমা খাতুনের ওপর আস্থা রাখেন নিগার সুলতানা জ্যোতি। এই লেগ স্পিনার ডট দিয়ে ওভার শুরু করেন। দ্বিতীয় বলে দেন এক রান। এক বল ডট দিয়ে আবারও এক রান নেয় পাকিস্তান। শেষ ২ বলে যখন ১ রান প্রয়োজন তখন রান আউট হয়ে যান শেষ ব্যাটসম্যান নাশারা সান্ধু। ফলে ম্যাচটি টাই হয় এবং সুপার ওভারে গড়ায়।

এর আগে ওপেনার ফারজানা হক (৮৮ বলে ৪০) ও মিডল অর্ডার ব্যাটার নিগার সুলতানার (১০৪ বলে ৫৪) ব্যাটে চড়ে ১৬৯ তোলে বাংলাদেশ। পাকিস্তানের আটজন ব্যাটার দুই অঙ্ক ছুঁলেও ২৭ এর বেশি কেউ করতে পারেননি।

সুপার ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ৭ রান করতে পারে পাকিস্তান। বাংলাদেশ সুপার ওভারে এক উইকেট হারালেও জয় ছিনিয়ে নেয়। শ্বাসরুদ্ধকর ম্যাচ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ ড্র করল স্বাগতিকরা।

পাকিস্তান নারী দলকে হারিয়ে দিলো বাংলাদেশ

আপডেট : ০৪:১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হারতে হলেও দ্বিতীয় ওয়ানডেতে জয় হাতছাড়া করেনি বাংলাদেশ। তবে এ ম্যাচ প্রথম ম্যাচের চেয়েও রোমাঞ্চ ছড়িয়েছে। নির্ধারিত শেষ ওভার পর্যন্ত পাকিস্তানের জয়ের সম্ভাবনাও বাংলাদেশের মতোই ছিল। ম্যাচ টাই হয়েছিল। এরপর সুপার ওভারে গড়ায় ম্যাচ, সেখানে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানার বীরত্বে সিরিজে সমতা ফিরিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ।

শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ রান। হাতে ছিল এক উইকেট। এমন সমীকরণের সামনে ফাহিমা খাতুনের ওপর আস্থা রাখেন নিগার সুলতানা জ্যোতি। এই লেগ স্পিনার ডট দিয়ে ওভার শুরু করেন। দ্বিতীয় বলে দেন এক রান। এক বল ডট দিয়ে আবারও এক রান নেয় পাকিস্তান। শেষ ২ বলে যখন ১ রান প্রয়োজন তখন রান আউট হয়ে যান শেষ ব্যাটসম্যান নাশারা সান্ধু। ফলে ম্যাচটি টাই হয় এবং সুপার ওভারে গড়ায়।

এর আগে ওপেনার ফারজানা হক (৮৮ বলে ৪০) ও মিডল অর্ডার ব্যাটার নিগার সুলতানার (১০৪ বলে ৫৪) ব্যাটে চড়ে ১৬৯ তোলে বাংলাদেশ। পাকিস্তানের আটজন ব্যাটার দুই অঙ্ক ছুঁলেও ২৭ এর বেশি কেউ করতে পারেননি।

সুপার ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ৭ রান করতে পারে পাকিস্তান। বাংলাদেশ সুপার ওভারে এক উইকেট হারালেও জয় ছিনিয়ে নেয়। শ্বাসরুদ্ধকর ম্যাচ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ ড্র করল স্বাগতিকরা।