বাংলাদেশে গণগ্রেপ্তার নিয়ে ফের জাতিসংঘের উদ্বেগ
- আপডেট সময় : ০৭:২০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
- / ৪২০ বার পড়া হয়েছে
বাংলাদেশের গণগ্রেপ্তার ও সাধারণ পরিবেশে নিয়ে ফের উদ্বেগের কথা জানিয়েছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (৭ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ব্রিফিংয়ে সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ উদ্বেগের কথা জানান।
ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে একজন সাংবাদিক ডুজারিককে প্রশ্ন করেন, ‘বাংলাদেশের সরকার সহিংসতা বন্ধে মহাসচিবের আহ্বান প্রত্যাখ্যান করেছে এবং অতিরিক্ত শক্তিপ্রয়োগ করছে। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেছেন, জাতিসংঘ অকেজো এবং কিছু ভালো কথা বলা ছাড়া পৃথিবীতে তাদের অন্য কোনো ভূমিকা নেই। বিরোধী দলগুলোর আট হাজার নেতাকর্মীকে পুলিশের হেফাজতে নেওয়া ও বিভিন্ন স্থানে পুলিশের হাতে নিহত ব্যক্তিদের বিষয়ে আপনাদের অবস্থান কি?’
জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, ‘আসলে, আমি বোঝাতে চাইছি, জাতিসংঘের সমালোচনা নতুন নয়। এবং বিভিন্ন সময়ে এটা হয়েছে। আপনার (প্রশ্ন করা সাংবাদিক) কাছে আমার প্রশ্ন হলো, আপনি সর্বদা জাতিসংঘের কোন অংশের কথা উল্লেখ করছেন। বাংলাদেশের অবস্থা প্রসঙ্গে গত সপ্তাহে আমি যা বলেছি সেটির পুনরাবৃত্তি করতে চাই, এর বেশি নয়, সেখানকার গণগ্রেপ্তার ও সাধারণ পরিবেশ নিয়ে আমরা উদ্বিগ্ন।’