ঢাকা ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রাষ্ট্রদূতদের সীমালঙ্ঘন না করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • / ৪২৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদেশি রাষ্ট্রদূতদের সীমালঙ্ঘন না করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। প্রতিমন্ত্রী জানান, নির্বাচন নিয়ে দূতাবাস ও দূতাবাস প্রধানের দৌঁড়ঝাপ ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশ।

শাহরিয়ার আলম বলেন, ‘তাদের শুধু কালচারাল স্পেস দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশই নেবে। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্তে বিদেশি কূটনীতিকদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য না করার আহ্বান জানানো হয়েছে।’

বর্তমান একাদশ সংসদের মেয়াদ প্রায় শেষ। এখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। নির্বাচন সামনে রেখে দেশে তৎপরতা বাড়িয়েছে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো। দেশটির রাষ্ট্রদূত পিটার হাস নিয়মিত রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন। এসব ঘটনায় সরকার প্রধান থেকে শুরু করে ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে কিছুটা ক্ষোভ আছে।

আমেরিকা বলে আসছে, সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেখতে চায় তারা। নির্বাচনে বাধা দেওয়াদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে বলেও জানিয়েছে দেশটি। এরই মধ্যে কোনো কোনো ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বলে মার্কিন প্রশাসন জানিয়েছে।

ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার জানান, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বিরুদ্ধে ওয়াশিংটনে কোনো অভিযোগ পাঠায়নি ঢাকা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই এগিয়ে আসছে, দুই প্রধান রাজনৈতিক শক্তির মধ্যে রেষারেষি ততই বাড়ছে। নির্বাচন নিয়ে সমঝোতার কোনো আলামত এখন পর্যন্ত নেই। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় নির্বাচন হতে হবে এ বছরের নভেম্বর থেকে আগামী বছরের জানুয়ারির মধ্যে। নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও নির্বাচন কমিশন জানিয়েছে, এই নভেম্বরেই হতে পারে নির্বাচনের তফসিল আর ভোট হবে জানুয়ারির প্রথমার্ধে।

এ অবস্থায় সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচন নিয়ে দুই দলের মধ্যে রাজনৈতিক সংলাপের গুরুত্ব তুলে ধরেন পিটার হাস। অবশ্য বিষয়টিকে উড়িয়ে দিয়ে আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপির সঙ্গে সংলাপের কোনো সুযোগ নেই।

অবশ্য নির্বাচনে সব রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি ও তাদের জোট সঙ্গীদের আনতে আওয়ামী লীগের ওপর চাপ আছে। এ ক্ষেত্রে রাজনৈতিক সমঝোতায় সংলাপ বা আলোচনার বিকল্প কোনো পথ দেখা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রদূতদের সীমালঙ্ঘন না করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আপডেট সময় : ০২:০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদেশি রাষ্ট্রদূতদের সীমালঙ্ঘন না করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। প্রতিমন্ত্রী জানান, নির্বাচন নিয়ে দূতাবাস ও দূতাবাস প্রধানের দৌঁড়ঝাপ ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশ।

শাহরিয়ার আলম বলেন, ‘তাদের শুধু কালচারাল স্পেস দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশই নেবে। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্তে বিদেশি কূটনীতিকদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য না করার আহ্বান জানানো হয়েছে।’

বর্তমান একাদশ সংসদের মেয়াদ প্রায় শেষ। এখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। নির্বাচন সামনে রেখে দেশে তৎপরতা বাড়িয়েছে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো। দেশটির রাষ্ট্রদূত পিটার হাস নিয়মিত রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন। এসব ঘটনায় সরকার প্রধান থেকে শুরু করে ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে কিছুটা ক্ষোভ আছে।

আমেরিকা বলে আসছে, সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেখতে চায় তারা। নির্বাচনে বাধা দেওয়াদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে বলেও জানিয়েছে দেশটি। এরই মধ্যে কোনো কোনো ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বলে মার্কিন প্রশাসন জানিয়েছে।

ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার জানান, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বিরুদ্ধে ওয়াশিংটনে কোনো অভিযোগ পাঠায়নি ঢাকা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই এগিয়ে আসছে, দুই প্রধান রাজনৈতিক শক্তির মধ্যে রেষারেষি ততই বাড়ছে। নির্বাচন নিয়ে সমঝোতার কোনো আলামত এখন পর্যন্ত নেই। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় নির্বাচন হতে হবে এ বছরের নভেম্বর থেকে আগামী বছরের জানুয়ারির মধ্যে। নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও নির্বাচন কমিশন জানিয়েছে, এই নভেম্বরেই হতে পারে নির্বাচনের তফসিল আর ভোট হবে জানুয়ারির প্রথমার্ধে।

এ অবস্থায় সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচন নিয়ে দুই দলের মধ্যে রাজনৈতিক সংলাপের গুরুত্ব তুলে ধরেন পিটার হাস। অবশ্য বিষয়টিকে উড়িয়ে দিয়ে আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপির সঙ্গে সংলাপের কোনো সুযোগ নেই।

অবশ্য নির্বাচনে সব রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি ও তাদের জোট সঙ্গীদের আনতে আওয়ামী লীগের ওপর চাপ আছে। এ ক্ষেত্রে রাজনৈতিক সমঝোতায় সংলাপ বা আলোচনার বিকল্প কোনো পথ দেখা যাচ্ছে না।