গাজা পুনর্দখল ইসরায়েলিদের জন্য ভালো হবে না: যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ০২:৫৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
- / ৪২১ বার পড়া হয়েছে
গাজা পুনর্দখল করলে তা ইসরায়েলের জন্য জন্য ভালো হবে না বলে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এ সতর্কবার্তা দেওয়া হয়। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সোমবার বলেছেন, যুদ্ধ শেষ হলে অনির্দিষ্টকালের জন্য গাজার নিরাপত্তার দায়িত্বে থাকবে ইসরায়েল।
এ প্রসঙ্গে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি মার্কিন সম্প্রচারকে সিএনএনকে বলেন, প্রেসিডেন্ট বাইডেন এখনও বিশ্বাস করেন যে ইসরায়েলি বাহিনীর দ্বারা গাজা পুনরুদ্ধার করা ভালো হবে না। এটা ইসরায়েলি জনগণের জন্য ভালো কিছু হবে না।
মার্কিন এ কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সংঘাত-পরবর্তী গাজা দেখতে কেমন হবে তা নিয়ে আলচনা করছেন? তবে সেখানে হামাস থাকতে পারবে না।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালালে ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়। এরপর হামাসকে লক্ষ্য করে হাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় ৪ হাজারেরও বেশি শিশুসহ ১০ হাজার ২২২জন ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলি নিহত হয়েছে ১ হাজার ৪০০ জন।