সন্ধ্যার পর রাজধানীতে ৩ বাসে আগুন
- আপডেট সময় : ০৪:৫৯:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
- / ৪২০ বার পড়া হয়েছে
বিএনপি-জামায়াতের ডাকা চলমান অবরোধে দেড় ঘণ্টার ব্যবধানে রাজধানীতে তিন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রথমে পুরান ঢাকার তাঁতীবাজারে একটি বাসে আগুন দেয়া হয়। এরপর বনানী এলাকায় রাত ৮টা ১৫ মিনিটে আরেকটি মিনিবাসে আগুন দেয়া হয়।
এছাড়া রাত আনুমানিক ৯টার দিকে পিলখানার সামনে রমজান পরিবহন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এঘটনায় এক জনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় বলা হয়েছে, আজ বুধবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তাঁতীবাজার মোড়ে দিশারী পরিবহনের যাত্রীবাহী বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট ৭টা ৩৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আরেক ক্ষুদেবার্তায় ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৮টা ৮ মিনিটে বনানীর কাকলি পুলিশ ফাড়ির সামনে আকশ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট।
এরপর রাত ৯টা ১৭ মিনিটে জিগাতলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রধান গেটের সামনে রমজান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ বলেন, রাতে জিগাতলায় রমজান পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। দৌড়ে পালানোর সময় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। তাদের থানায় নেওয়া হয়েছে।
এদিকে ধানমন্ডির মিরপুর রোডে রাসেল স্কয়ারে সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা সেন্টারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।