০৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে ঘরে ঢুকে মুসলিম নারী ও তিন সন্তানকে খুন

ভারত জুড়ে দীপাবলী উদযাপনের দিন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কর্নাটকের উডুপি জেলার নেজার গ্রামে রোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কর্নাটক রাজ্যে ঘরের ভেতরেই নৃশংসভাবে খুন করা হলো এক মুসলিম নারী ও তার তিন সন্তানকে।

গুরুতর আহত পরিবারের আরেক সদস্যকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। স্বচ্ছ তদন্তের আশ্বাস দিয়ে সন্দেহভাজনের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, আততায়ী বাসার ভেতরে ঢুকে প্রথমে ৪৫ বছর বয়সী হাসিনাকে উপর্যুপরি কুপিয়ে খুন করে। পরে একই কায়দায় তাঁর সন্তান আফনান, আয়নাজকে খুন করা হয়। গুরুতর আহত হন ওই নারীর শাশুড়ি।

এসময় বাইরে থেকে বাসার ভেতরে ঢোকা ১২ বছরের অসিম এই দৃশ্য দেখে ফেলায় তাকেও খুন করা হয়। ভয় দেখিয়ে তাড়ানো হয় প্রতিবেশী এক কিশোরীকে।

প্রাথমিক তদন্ত ও রিকশা চালকের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে হামলাকারী বেঙ্গালুরু থেকে নেজার গ্রামের ওই বাড়িতে গেছেন। বাসার মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়ায় ডাকাতির সম্ভাব্যতাও গুরুত্বের সাথে নিয়েছে তদন্ত কমিটি।

শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা

ভারতে ঘরে ঢুকে মুসলিম নারী ও তিন সন্তানকে খুন

আপডেট : ০৬:১২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩

ভারত জুড়ে দীপাবলী উদযাপনের দিন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কর্নাটকের উডুপি জেলার নেজার গ্রামে রোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কর্নাটক রাজ্যে ঘরের ভেতরেই নৃশংসভাবে খুন করা হলো এক মুসলিম নারী ও তার তিন সন্তানকে।

গুরুতর আহত পরিবারের আরেক সদস্যকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। স্বচ্ছ তদন্তের আশ্বাস দিয়ে সন্দেহভাজনের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, আততায়ী বাসার ভেতরে ঢুকে প্রথমে ৪৫ বছর বয়সী হাসিনাকে উপর্যুপরি কুপিয়ে খুন করে। পরে একই কায়দায় তাঁর সন্তান আফনান, আয়নাজকে খুন করা হয়। গুরুতর আহত হন ওই নারীর শাশুড়ি।

এসময় বাইরে থেকে বাসার ভেতরে ঢোকা ১২ বছরের অসিম এই দৃশ্য দেখে ফেলায় তাকেও খুন করা হয়। ভয় দেখিয়ে তাড়ানো হয় প্রতিবেশী এক কিশোরীকে।

প্রাথমিক তদন্ত ও রিকশা চালকের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে হামলাকারী বেঙ্গালুরু থেকে নেজার গ্রামের ওই বাড়িতে গেছেন। বাসার মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়ায় ডাকাতির সম্ভাব্যতাও গুরুত্বের সাথে নিয়েছে তদন্ত কমিটি।