আওয়ামী লীগের শান্তি সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১০:১৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
- / ৪১৮ বার পড়া হয়েছে
বিএনপির ডাকা অবরোধ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
আজ সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান নেয় ঢাকা মহানগর দক্ষিণ শাখা আওয়ামী লীগ।
এ সময় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বিএনপি জোটের অবরোধে জনসমর্থন নেই। তাই তারা এখন গার্মেন্টস শ্রমিকদের উস্কানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, অবরোধের নামে অগ্নি সন্ত্রাসে নেমেছে বিএনপি। তাদের প্রতিহত করতে শান্তি সমাবেশ ও রাজপথে আওয়ামী লীগের নেতা কর্মীরা সতর্ক রয়েছে।