অগ্নিসন্ত্রাসে সরকারের পতন ঘটবে না : তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৪:৫০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
- / ৪৩০ বার পড়া হয়েছে
অগ্নিসন্ত্রাস করে সরকারের পতন ঘটানো যাবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও স¤প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, সংবিধান অনুযায়ী সময়মতই নির্বাচন হবে। অবরোধে সমর্থকদের দেয়া আগুনে পুড়ে চিকিৎসাধীন ৬জনকে হাসপাতালে দেখতে গিয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
বিএনপি জোটের অবরোধের আগুনে পুড়ে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন রিকশা চালক, বাস শ্রমিক ও দিনমজুর সহ ৬ জন। তাদের দেখতে মঙ্গলবার (১৪ই নভেম্বর) হাসপাতালে যান তথ্য ও স¤প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
পরে সাংবাদিকদের তিনি বলেন, নিজেদের অসাংবিধানিক দাবি আদায়ে সাধারণ মানুষের ওপর হামলা করছে বিএনপি। তারা পাকিস্তানি বাহিনীর চেয়েও হিংস্র হয়ে গেছে।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি-জামাতের নির্মমতা নৃশংসতা, নিষ্ঠুরতা ও অগ্নিসন্ত্রাসের কারণে অসহায় খেটে খাওয়া মানুষগুলো আজকে বার্ন ইউনিটগুলোতে কাতরাচ্ছে। ২০১৩, ১৪, ১৫ সালে তারা যেভাবে মানুষের ওপর আক্রমণ পরিচালনা করেছে, একই কায়দায় তারা আবার মানুষ ও যানবাহনের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ করা শুরু করেছে।