গাজার মসজিদে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৫০
- আপডেট সময় : ০৬:২৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
- / ৪৪১ বার পড়া হয়েছে
অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি এলাকার মসজিদে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৫০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন।
গাজার মধ্যাঞ্চলের আল-সাবরাহ এলাকার মসজিদে এই হামলা চালানো হয়। ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওয়াফা গতকাল বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
এতে বলা হয়, সাবরা পাড়ার একটি মসজিদকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ৫০ জন নিহত হয়েছে। এ ছাড়া বেশ কয়েক জন আহত হয়েছে।
অন্যদিকে ফিলিস্তিনির নুসিরাত শরণার্থী শিবিরে মালয়েশিয়ার স্কুলকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে তিন বেসামরিক নাগরিক নিহত এবং কয়েক কয়েকজন আহত হয়েছেন।
এ ছাড়া দক্ষিণ গাজার শহর খান ইউনিসে ফিলিস্তিনি টেলিকমিউনিকেশন টাওয়ারগুলোকেও লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এক শিশু নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরু হয়। এরপর থেকে ১১ হাজার ৫০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ৪ হাজার ৭১০ জন শিশু রয়েছে। এ ছাড়া আহত হয়েছেন প্রায় ৩২ হাজার মানুষ।