‘জনগণের রায় ছাড়া কখনও আ. লীগ ক্ষমতায় আসেনি’
- আপডেট সময় : ০৬:৩৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
- / ৪২৩ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন জনগণের রায় ছাড়া আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসেনি। গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করে আওয়ামী লীগ রাজনীতি করেছে।
আজ বৃহস্পতিবার (১৬ই নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের ট্রাক স্ট্যান্ডে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন এসব কথা বলেন সেতুমন্ত্রী। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলের প্রতিক্রিয়ায় তিনি বলেন নির্বাচন কমিশনকে সবধরনের সহযোগিতার করতে আওয়ামী লীগ প্রতিশ্রুতিবদ্ধ।
তফসিল ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন,‘নির্বাচন কমিশন তার অর্পিতের দায়িত্ব ক্ষমতাবলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে। আমরা গতকালকে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি। আমরা আশা করি, বাংলাদেশ নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ, নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে একটা মিনিংফুল নির্বাচন করতে সক্ষম হবে।’
তিনি বলেন, এর আগের নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়া কে ফোন করে সংলাপে বসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন,কিন্তু খালেদা জিয়া যে নোংরা ব্যবহার করেছে তা বলার মতো না। রাজনীতির ইতিহাসে আ. লীগ ষড়যন্ত্র নামক রাজনীতি করেনি,অধিকার প্রতিষ্ঠার রাজনীতি আওয়ামী লীগ করে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, কাজী জাফর উল্লাহ, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন।