ঢাকা ১২:২৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পিটার হাসের ছুটির বিষয়ে ঢাকা অবগত: পররাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৩৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
  • / ৪৪১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের ছুটিতে আমেরিকা যাওয়ার বিষয়ে সরকার অবগত বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বৃহস্পতিবার তিনি এ কথা জানান।

মুখপাত্র বলেন, ‘প্রোটোকল অনুযায়ী এবং আমরা যেটা ফলো করি, এটা কিন্তু বাংলাদেশে যেসব বিদেশি রাষ্ট্রদূতরা আছেন তারা যখন স্টেশন লিভ করেন তারা আমাদের প্রোটোকলকে জানিয়ে যান। আমরা অবশ্যই অবগত। কারণ একজন রাষ্ট্রদূত যখন যাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েই যাবেন।’

এছাড়াও আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানান সাহেলী সাবরিন।

মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন জানান, কমনওয়েলথের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল আগামী ১৮ নভেম্বর ঢাকায় আসবে। তারা অবস্থান করবে ২২ নভেম্বর পর্যন্ত। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের ৪ সদস্যের দলও বাংলাদেশে আসবে কিছুদিনের মধ্যে।

ব্রিফিংয়ে জানানো হয়, রাশিয়ার নৌ বাহিনীর তিন জাহাজ শুভেচ্ছা সফর শেষে বাংলাদেশের সমুদ্রবন্দর ছেড়ের পরবর্তী গন্তব্যের উদ্দেশে চলে গেছে।

নিউজটি শেয়ার করুন

পিটার হাসের ছুটির বিষয়ে ঢাকা অবগত: পররাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট সময় : ১২:৩৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের ছুটিতে আমেরিকা যাওয়ার বিষয়ে সরকার অবগত বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বৃহস্পতিবার তিনি এ কথা জানান।

মুখপাত্র বলেন, ‘প্রোটোকল অনুযায়ী এবং আমরা যেটা ফলো করি, এটা কিন্তু বাংলাদেশে যেসব বিদেশি রাষ্ট্রদূতরা আছেন তারা যখন স্টেশন লিভ করেন তারা আমাদের প্রোটোকলকে জানিয়ে যান। আমরা অবশ্যই অবগত। কারণ একজন রাষ্ট্রদূত যখন যাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েই যাবেন।’

এছাড়াও আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানান সাহেলী সাবরিন।

মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন জানান, কমনওয়েলথের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল আগামী ১৮ নভেম্বর ঢাকায় আসবে। তারা অবস্থান করবে ২২ নভেম্বর পর্যন্ত। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের ৪ সদস্যের দলও বাংলাদেশে আসবে কিছুদিনের মধ্যে।

ব্রিফিংয়ে জানানো হয়, রাশিয়ার নৌ বাহিনীর তিন জাহাজ শুভেচ্ছা সফর শেষে বাংলাদেশের সমুদ্রবন্দর ছেড়ের পরবর্তী গন্তব্যের উদ্দেশে চলে গেছে।