চট্টগ্রাম বন্দরে এলার্ট-৩ জারি, পণ্য ওঠানামা বন্ধ
চট্টগ্রাম প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:৩৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩
- / ৪৪৬ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় মিধিলির কারণে চট্টগ্রাম বন্দরে এলার্ট–৩ জারি করেছে কর্তৃপক্ষ। এদিকে চট্টগ্রাম বন্দর জেটিতে এখন বন্ধ রয়েছে পণ্য হ্যান্ডলিং কার্যক্রম। বন্দরের জরুরি বৈঠকে আজ শুক্রবার সকাল ১১টার দিকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) হাবিবুর রহমান।
হাবিবুর রহমান জানান, জরুরি পরিস্থিতি বিবেচনায় বন্দরের বিশেষ সর্তকতা জারি করা হয়েছে। এরই মধ্যে সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। কিন্তু নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। বন্দর চ্যানেলের সকল লাইটারেজ জাহাজ সরিয়ে নেওয়া হয়েছে।
হাবিবুর রহমান আরও জানান, এ ছাড়া বন্দরের বিভিন্ন জেটি থেকে ২২টি বাণিজ্যিক জাহাজ গভীর সমুদ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিকেলে পরিস্থিতি দেখে বাকি জাহাজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।