ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিএনপি ভোটে না আসায় শূন্যতা আছে, আছে হতাশা: ইসি রাশেদা সুলতানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:২৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
  • / ৪২১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি না আসার কারণে শূন্যতা ও হতাশা রয়েছে বলে মনে করেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসতে চাইলে স্বাগত জানাবে কমিশন।

আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন এই কর্মকর্তা।

রাশেদা সুলতানা বলেন, বিএনপি যদি নির্বাচনে আসতে চায় তাহলে নির্বাচনের সময় বাড়ানোর দরকার হলে তা দেখা হবে। আইন দেখে ভোটের পথ সৃষ্টি করা হবে। নির্বাচনে আসতে চাইলে তারা স্পেস পাবে।

এ সময় রাশেদা সুলতানা বলেন, বিএনপি নির্বাচনে না আসার কারণে শূন্যতা এবং হতাশা আছে। রাজনৈতিক সংকট সমাধান হয়ে বিএনপি নির্বাচনে আসবে বলেও আশা প্রকাশ করেন রাশেদা সুলতানা।

এর আগে বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচারণা শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

ক্ষমতাসীন আওয়ামী লীগ ঘোষিত তফসিলকে স্বাগত জানালেও বিএনপি তা প্রত্যাখান করেছে। ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।

এরই মধ্যে অনেক রাজনৈতিক দল জোটভিত্তিক নির্বাচনে অংশ নিতে কমিশনে আবেদন করেছে। বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন। পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগও নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে। আজ সোমবার থেকে জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি শুরু হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

বিএনপি ভোটে না আসায় শূন্যতা আছে, আছে হতাশা: ইসি রাশেদা সুলতানা

আপডেট সময় : ০৭:২৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি না আসার কারণে শূন্যতা ও হতাশা রয়েছে বলে মনে করেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসতে চাইলে স্বাগত জানাবে কমিশন।

আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন এই কর্মকর্তা।

রাশেদা সুলতানা বলেন, বিএনপি যদি নির্বাচনে আসতে চায় তাহলে নির্বাচনের সময় বাড়ানোর দরকার হলে তা দেখা হবে। আইন দেখে ভোটের পথ সৃষ্টি করা হবে। নির্বাচনে আসতে চাইলে তারা স্পেস পাবে।

এ সময় রাশেদা সুলতানা বলেন, বিএনপি নির্বাচনে না আসার কারণে শূন্যতা এবং হতাশা আছে। রাজনৈতিক সংকট সমাধান হয়ে বিএনপি নির্বাচনে আসবে বলেও আশা প্রকাশ করেন রাশেদা সুলতানা।

এর আগে বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচারণা শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

ক্ষমতাসীন আওয়ামী লীগ ঘোষিত তফসিলকে স্বাগত জানালেও বিএনপি তা প্রত্যাখান করেছে। ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।

এরই মধ্যে অনেক রাজনৈতিক দল জোটভিত্তিক নির্বাচনে অংশ নিতে কমিশনে আবেদন করেছে। বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন। পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগও নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে। আজ সোমবার থেকে জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি শুরু হচ্ছে।