ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘দ্বিধা ঝেড়ে’ নির্বাচনে আসছে জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:১৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
  • / ৪১২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচনের পরিবেশ নিয়ে দ্বিধা–দ্বন্দ্ব কাটিয়ে নির্বাচনে আসছে জাতীয় পার্টি। বুধবার দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের নির্বাচন নিয়ে দলের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান।

চুন্নু বলেন, ‘জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি। নির্বাচন ফেয়ার হবে সংশ্লিষ্টদের এমন আশ্বাসেই এ সিদ্ধান্ত নিয়েছেন চেয়ারম্যান।’ নির্বাচনে অংশ নেওয়া নিয়ে দ্বিধা থাকলেও গত সোমবার থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করে জাতীয় পার্টি।

গত রোববার মুজিবুল হক চুন্নু নির্বাচন নিয়ে দ্বিধায় থাকার কথা জানিয়েছিলেন। সে সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনে যাওয়ার যেসব প্রস্তুতি, সবই আমাদের আছে। এখন আমরা দ্বিধায় আছি। এটা থেকে আমরা বের হয়ে আসতে পারিনি। এ জন্য আমরা একটু সময় নিচ্ছি।’

গত মঙ্গলবারও সাংবাদিকদের কাছে নির্বাচনের পরিবেশ নিয়ে জাতীয় পার্টির দৃষ্টিভঙ্গি তুলে ধরেন চুন্নু। এ দিন তিনি বলেন, ‘সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় নির্বাচন সামনে এসেছে। আমরা সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন চেয়েছি। নির্বাচনের জন্য আস্থার শতভাগ পরিবেশ এখনো সৃষ্টি হয়নি।’ এর একদিন পরেই নির্বাচনে অংশ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হলো।

নিউজটি শেয়ার করুন

‘দ্বিধা ঝেড়ে’ নির্বাচনে আসছে জাতীয় পার্টি

আপডেট সময় : ০৫:১৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩

নির্বাচনের পরিবেশ নিয়ে দ্বিধা–দ্বন্দ্ব কাটিয়ে নির্বাচনে আসছে জাতীয় পার্টি। বুধবার দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের নির্বাচন নিয়ে দলের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান।

চুন্নু বলেন, ‘জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি। নির্বাচন ফেয়ার হবে সংশ্লিষ্টদের এমন আশ্বাসেই এ সিদ্ধান্ত নিয়েছেন চেয়ারম্যান।’ নির্বাচনে অংশ নেওয়া নিয়ে দ্বিধা থাকলেও গত সোমবার থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করে জাতীয় পার্টি।

গত রোববার মুজিবুল হক চুন্নু নির্বাচন নিয়ে দ্বিধায় থাকার কথা জানিয়েছিলেন। সে সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনে যাওয়ার যেসব প্রস্তুতি, সবই আমাদের আছে। এখন আমরা দ্বিধায় আছি। এটা থেকে আমরা বের হয়ে আসতে পারিনি। এ জন্য আমরা একটু সময় নিচ্ছি।’

গত মঙ্গলবারও সাংবাদিকদের কাছে নির্বাচনের পরিবেশ নিয়ে জাতীয় পার্টির দৃষ্টিভঙ্গি তুলে ধরেন চুন্নু। এ দিন তিনি বলেন, ‘সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় নির্বাচন সামনে এসেছে। আমরা সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন চেয়েছি। নির্বাচনের জন্য আস্থার শতভাগ পরিবেশ এখনো সৃষ্টি হয়নি।’ এর একদিন পরেই নির্বাচনে অংশ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হলো।