ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১১৬২
- আপডেট সময় : ০৫:৩৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
- / ৪৩০ বার পড়া হয়েছে
দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জন রাজধানীর এবং ৪ জন ঢাকার বাইরের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৭০ জনে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬২ জন নতুন রোগী। এদের মধ্যে রাজধানীর হাসপাতালে ২২৯ জন এবং ঢাকার বাইরে ৯৩৩ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত বেড়ে দাঁড়ালো ৩ লাখ ৪ হাজার ৬৯৮ জনে। আর বর্তমানে সারা দেশে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪ হাজার ১৭৮ রোগী।
এদিকে একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৩৮ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ২ লাখ ৯৮ হাজার ৯৫০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮১ জনের মৃত্যু হয়েছিল। চলতি বছর অনেক আগেই সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। এর আগে ২০১৯ সালে মৃত্যু হয় ১৭৯ জনের। এছাড়া ২০২০ সালে ৭ জন ও ২০২১ সালে মারা যান ১০৫ জন।