নির্বাচনে সেনাবাহিনী থাকার সম্ভাবনা বেশি: ইসি রাশেদা
- আপডেট সময় : ০১:১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
- / ৪১৫ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। শুক্রবার (২৪ নভেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় তিনি এ কথা জানান।
নির্বাচনে গণমাধ্যমের ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য মিডিয়ার সহযোগিতা আমরা কামনা করি।
এসময় রাশেদা সুলতানা বলেন, ভোটাররা যাতে নির্বিঘেœ ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোটের তারিখ পেছানোর কোন সম্ভাবনা নেই। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
সভায় রাশেদা সুলতানা বলেন, আগের মতো দিন নেই। কমিশন এবার নতুন আইন করেছে ভোটারদের জন্য। তাদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোনো ভোটারকে ভয় দেখালে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন। নির্বাচনের পরিবেশ ভালো আছে, ভোটের দিনও ভালো থাকবে। আর কে অবরোধ-হরতাল দিলো- সেটা দেখার সময় নেই।
সভায় রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধতন কর্মকর্তা, উপজেলা নির্বাচন অফিসার ও সকল অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।