জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই: মুজিবুল হক চুন্নু
- আপডেট সময় : ০৭:৪১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
- / ৪১০ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, এখন পর্যন্ত জাতীয় পার্টি থেকে ১ হাজার ৮০০ মনোনয়ন ফরম বিতরণ হয়েছে। চেয়ারম্যান চাইলে আজও বিক্রি উন্মুক্ত থাকবে।
তিনি বলেন, রওশন এরশাদ এখনও মনোনয়ন ফরম নেননি। তবে তিনি তিনটি আসনে মনোনয়ন ফরম নেয়ার আগ্রহ জানিয়েছেন। চাইলে বাসায় পৌঁছে দেয়া হবে। জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই বলেও মন্তব্য করেন মুজিবুল হক চুন্নু।
এদিকে, দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে। শনবিার (২৫ নভম্বের) দ্বিতীয় দিনের মতো প্রার্থী বাছাইয়ের জন্য চলছে সাক্ষাৎকার। দলের চেয়ারম্যানের নেতৃত্বে মনোনয়ন বোর্ডের সদস্যরা এ সাক্ষাৎকার নিচ্ছেন।
জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সকাল থেকে শুরু হয় এ সাক্ষাৎকার। প্রথমে নেয়া হচ্ছে খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। পর্যায়ক্রমে বরিশাল ও সিলেট বিভাগের সম্ভব্য প্রার্থীদের সাক্ষাৎকার নেয়ার কথা আজ।
দলটির চেয়ারম্যান জিএম কাদেরসহ দলের কো চেয়ারম্যানরা জাতীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ের কাজ চলমান রেখেছেন।
এদিকে, দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এবং সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙা এখনও জাতীয় পার্টির মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।