‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নিরপেক্ষ নির্বাচন হবে না’
- আপডেট সময় : ০৯:৩১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৬২ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় কারন এটি ছাড়া সরকার পরিবর্তনের সুযোগ নেই। তবে দলীয় সরকার, বিশেষ করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নিরপেক্ষ নির্বাচন হবে না, এটি প্রতিষ্ঠিত। নব্বইয়ের ছাত্র গণঅভ্যুত্থানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার নতুন ধারণা নিয়ে এসেছিলো। এর ফলশ্রুতিতে ৯১ এ সবচেয়ে গ্রহনযোগ্য নির্বাচন হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডাকসু’র সাবেক ভিপি আমান উল্লাহ আমান রচিত ‘নব্বই এর গণঅভ্যুত্থান ও কিছু কথা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জাতির অস্তিত্ব টিকে থাকবে কিনা তা আজ কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। আজ গণতন্ত্র বিলুপ্ত হয়ে গেছে। খালেদা জিয়া মিথ্যা মামলায় গৃহবন্দি। প্রতিদিন বিএনপির হাজার হাজার নেতাকর্মী আদালতের বারান্দায় ঘুরপাক খাচ্ছে। বর্তমান বিচার ব্যবস্থায় ন্যায় বিচার মিলছে না।
তিনি বলেন, সরকারের উদ্দেশ্য পরিস্কার, যারা সরকারের সমালোচনা করছে তাদের পরিকল্পিতভাবে কারাগারে নিতে চাইছে, তা করবে । আইন মন্ত্রণালয় একটা সেল তৈরি করেছে তালিকা করে দ্রুত মামলার রায় দেয়ার পথে হাঁটছে।
বিএনপি মহাসচিব আরও বলেন, সরকার ন্যূনতম সম্মান করতে জানেনা দেশের গুণী মানুষদের। ডক্টর মুহাম্মদ ইউনূসকে অপমান করা হচ্ছে। ব্যক্তিগত প্রতিহিংসা, শত্রুতার কারণে ডক্টর মুহাম্মদ ইউনূসকে মামলায় জড়িয়ে কারাগারে নিতে উঠেপড়ে লেগেছে আওয়ামী লীগ সরকার।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশংকা করে বলেন, আগামী এক থেকে দেড় মাসের মধ্যে তাকে কারাগারে নেওয়া হতে পারে।