নৌকার মনোনয়ন পেলেন সাকিব
- আপডেট সময় : ০১:৫৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
- / ৪২৭ বার পড়া হয়েছে
বিশ্বকাপ শেষে ওয়ানডের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কথা বললেও আনুষ্ঠানিকভাবে এখনো কিছু বলেননি টাইগার এই অধিনায়ক। তবে ক্রিকেট ছাড়াও এবার রাজনীতির ময়দানে নতুন ক্যারিয়ার গড়তে যাচ্ছেন সাকিব। বাংলাদেশের রাজনীতিতে এবার প্রত্যক্ষভাবে যুক্ত হলেন তিনি।
দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ ৩০০ আসনে নিজেদের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করছে। রাজধানীর বঙ্গবন্ধ অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনীত প্রাথীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশের ছেলেদের জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন মাগুরা-১ আসনে।
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও টানা দ্বিতীয়বার মনোনয়ন পেয়েছেন তাঁর আসন নড়াইল-২ থেকে। গত নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মাশরাফি।
গত জাতীয় নির্বাচনেও প্রার্থী হওয়ার চেষ্টা করেছিলেন সাবিক। তবে সেবার ব্যর্থ হন। এবার নিয়েছিলেন মাগুরা–১ আসনের পাশাপাশি মাগুরা–২ ও ঢাকা–১০ আসনের মনোনয়ন পত্রও সংগ্রহ করেছিলেন সাবিক।
নির্বাচনে সাবিকের মনোনয়ন পত্র সংগ্রহের পর গত শুক্রবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছিলেন, সাকিব বাংলাদেশের যে কোনো জায়গায় নির্বাচনে দাঁড়াতে পারেন। তিনি বলেন, ‘ভারতের পশ্চিমবঙ্গে কত নায়ক-নায়িকা এমপি। তারা তো সরাসরি দল করে না। ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক দেশেও আছে। আর সাকিব আল হাসান রাজনীতি করবে, জনগণের সেবা করবে। বাংলাদেশের যে কোনো জায়গায় সে দাঁড়াতে পারে।’
এদিকে রাজনীতিতে সুখবর পাওয়ার দিনে ক্রিকেটে দুঃসংবাদ পেলেন বাংলাদেশ অধিনায়ক। আইপিএলের গত আসরে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন সাকিব। যদিও সেবার ব্যাক্তিগত কারণে কোনো ম্যাচ খেলেননি তিনি। এবার নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তাই পরবর্তী আসরে নতুন কোনো দলের হয়ে আইপিএলে দেখা যেতে পারে বাংলাদেশি এই অভিজ্ঞ অলরাউন্ডারকে।