ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিশ্বকাপ দল ঘোষণা করলো বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
  • / ৪৪৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আইসিসি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। দলের নেতৃত্বে রয়েছেন স্কট এডওয়ার্ডস। তার সঙ্গে রয়েছেন প্রথম সারির প্রত্যেক ক্রিকেটার। যারা যেকোনও প্রতিপক্ষের বিপক্ষে নিতে পারেন কঠিন পরীক্ষা।

ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, অধিনায়ক এডওয়ার্ডস ছাড়া কলিন অ্যাকারমান, ওয়েসলি বারেসি, লগান ভন বিক, বাস ডি লিড, পল ভন মিকেরেন, ম্যাক্স ও’দোদসহ একঝাঁক তারকা আছেন ডাচদের বিশ্বকাপ দলে।

রিজার্ভ ক্রিকেটার হিসেবে আছেন উইকেটরক্ষক ব্যাটার নোহ ক্রোস এবং ফাস্ট বোলার কাইল ক্লেইন।তাদের কাউন্টি ও আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে।

আগামী ৬ অক্টোবর আসরের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে নেদারল্যান্ডস। যেখানে তাদের প্রতিপক্ষ ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ দল পাকিস্তান। ৯ অক্টোবর নিউজিল্যান্ড, ১৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকা এবং ২১ অক্টোবর শ্রীলঙ্কার মোকাবিলা করবে দলটি।

২৫ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ডাচরা। এরপর ২৮ অক্টোবর ইডেন গার্ডেনসে বাংলাদেশের মুখোমুখি হবে তারা। ৩ নভেম্বর আফগানিস্তান এবং ৮ নভেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে নেদারর‌্যান্ডস।

এবার বাছাইপর্বের কঠিন বাধা পেরিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। চলতি বছর বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া একমাত্র সহযোগী সদস্য দল ডাচরা।

নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও’দোদ, বাস ডি লিড, বিক্রম সিং, তেজা নিদামানুরু, পল ভন মিকেরেন, কলিন আঁকারমান, রোয়েলফ ভন ডার মারুই, লগান ভন বিক, আরিয়ান ডাত, রিয়ান ক্লেইন, ওয়েসলি বারেসি, সাকিব জুলফিকার, শারিজ আজমেদ ও সিব্র্যান্ড এঙ্গেলব্রেচ।

রিজার্ভ : নোহ ক্রোস ও কাইল ক্লেইন।

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপ দল ঘোষণা করলো বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস

আপডেট সময় : ০৯:৩৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩

আইসিসি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। দলের নেতৃত্বে রয়েছেন স্কট এডওয়ার্ডস। তার সঙ্গে রয়েছেন প্রথম সারির প্রত্যেক ক্রিকেটার। যারা যেকোনও প্রতিপক্ষের বিপক্ষে নিতে পারেন কঠিন পরীক্ষা।

ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, অধিনায়ক এডওয়ার্ডস ছাড়া কলিন অ্যাকারমান, ওয়েসলি বারেসি, লগান ভন বিক, বাস ডি লিড, পল ভন মিকেরেন, ম্যাক্স ও’দোদসহ একঝাঁক তারকা আছেন ডাচদের বিশ্বকাপ দলে।

রিজার্ভ ক্রিকেটার হিসেবে আছেন উইকেটরক্ষক ব্যাটার নোহ ক্রোস এবং ফাস্ট বোলার কাইল ক্লেইন।তাদের কাউন্টি ও আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে।

আগামী ৬ অক্টোবর আসরের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে নেদারল্যান্ডস। যেখানে তাদের প্রতিপক্ষ ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ দল পাকিস্তান। ৯ অক্টোবর নিউজিল্যান্ড, ১৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকা এবং ২১ অক্টোবর শ্রীলঙ্কার মোকাবিলা করবে দলটি।

২৫ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ডাচরা। এরপর ২৮ অক্টোবর ইডেন গার্ডেনসে বাংলাদেশের মুখোমুখি হবে তারা। ৩ নভেম্বর আফগানিস্তান এবং ৮ নভেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে নেদারর‌্যান্ডস।

এবার বাছাইপর্বের কঠিন বাধা পেরিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। চলতি বছর বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া একমাত্র সহযোগী সদস্য দল ডাচরা।

নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও’দোদ, বাস ডি লিড, বিক্রম সিং, তেজা নিদামানুরু, পল ভন মিকেরেন, কলিন আঁকারমান, রোয়েলফ ভন ডার মারুই, লগান ভন বিক, আরিয়ান ডাত, রিয়ান ক্লেইন, ওয়েসলি বারেসি, সাকিব জুলফিকার, শারিজ আজমেদ ও সিব্র্যান্ড এঙ্গেলব্রেচ।

রিজার্ভ : নোহ ক্রোস ও কাইল ক্লেইন।