ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ার পথে কিম

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০১:১৮ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
  • / ৪৫৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে অংশ নিতে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করতে বুলেটপ্রুফ ট্রেনে রাশিয়ার বন্দর শহর ভ্লাদিভোস্টক যাচ্ছেন। প্রায় ১ হাজার ১৮০ কিলোমিটারের এই যাত্রায় সময় লাগবে ২০ ঘন্টার মতো।

এর আগে, রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার পূর্বাঞ্চল সফর করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

পুতিনের সাথে দ্বিতীয় শীর্ষ সম্মেলন ঘিরে কিম জং উনের রাশিয়া সফর ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে পশ্চিমা বিভিন্ন দেশের সরকার। গত বছর ইউক্রেন আক্রমণের পর থেকে যে কয়েকটি দেশ প্রকাশ্যে রাশিয়াকে সমর্থন করেছে তাদের মধ্যে উত্তর কোরিয়া অন্যতম। এই সফরের সময় দুই দেশের মধ্যে একটি অস্ত্র চুক্তির সম্ভাবনা রয়েছে।

আগামী মঙ্গল বা বুধবার দুই নেতা বৈঠকে বসতে পারেন। ক্রেমলিন দুই নেতার বৈঠকের খবরের সত্যতা নিশ্চিত করেছে। তবে তারা নির্ধারিত করে কোনো তথ্য দেননি।

নিউজটি শেয়ার করুন

পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ার পথে কিম

আপডেট সময় : ০৫:০১:১৮ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে অংশ নিতে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করতে বুলেটপ্রুফ ট্রেনে রাশিয়ার বন্দর শহর ভ্লাদিভোস্টক যাচ্ছেন। প্রায় ১ হাজার ১৮০ কিলোমিটারের এই যাত্রায় সময় লাগবে ২০ ঘন্টার মতো।

এর আগে, রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার পূর্বাঞ্চল সফর করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

পুতিনের সাথে দ্বিতীয় শীর্ষ সম্মেলন ঘিরে কিম জং উনের রাশিয়া সফর ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে পশ্চিমা বিভিন্ন দেশের সরকার। গত বছর ইউক্রেন আক্রমণের পর থেকে যে কয়েকটি দেশ প্রকাশ্যে রাশিয়াকে সমর্থন করেছে তাদের মধ্যে উত্তর কোরিয়া অন্যতম। এই সফরের সময় দুই দেশের মধ্যে একটি অস্ত্র চুক্তির সম্ভাবনা রয়েছে।

আগামী মঙ্গল বা বুধবার দুই নেতা বৈঠকে বসতে পারেন। ক্রেমলিন দুই নেতার বৈঠকের খবরের সত্যতা নিশ্চিত করেছে। তবে তারা নির্ধারিত করে কোনো তথ্য দেননি।