ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শিক্ষাকে অবমূল্যায়ন করছে সরকার : মঈন খান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৪১:২৪ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
  • / ৩৯৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার শিক্ষাকে অবমূল্যায়ন করছে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। আজ শনিবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করে শিক্ষক কর্মচারী ঐক্য জোট।

মঈন খান বলেন, ‘সরকার জানে, অবৈধ ক্ষমতা চিরস্থায়ী করতে হলে দেশের মানুষকে মূর্খ করে রাখতে হবে। সে কারণেই, তারা দেশের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করেছে। ধ্বংসের হাত থেকে শিক্ষাকে বাঁচাতে শিক্ষক সমাজকে সামনে এগিয়ে আসতে হবে।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘সংবিধানে যে পাঁচটি মৌলিক অধিকার দেওয়া হয়েছে, তার মধ্যে শিক্ষা অন্যতম। পরিতাপের বিষয় স্বাধীনতার ৫০ বছর পরেও শিক্ষকদের অধিকারের কথা পুনর্ব্যক্ত করতে হচ্ছে। এটা শুধু সরকার নয় আমাদের রাষ্ট্রীয় ব্যর্থতা। কেন আমাদের সংবিধানের প্রদত্ত মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না।’

মঈন খান বলেন, ‘জার্মানির সবচেয়ে সম্মানিত পেশা হচ্ছে শিক্ষকতা। দেশটিতে শিক্ষকদের সকল দায়িত্ব সরকার নিজে গ্রহণ করেছে। জার্মানির এত উন্নয়নের পেছনে মূল কারণ হচ্ছে শিক্ষা। যুদ্ধাস্ত্র দিয়ে বিশ্বের কোনো দেশ শক্তিশালী হয় না। শিক্ষা দিয়ে শক্তিশালী হয়।’

শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যাপক সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুগিস উদ্দিন মাহমুদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

শিক্ষাকে অবমূল্যায়ন করছে সরকার : মঈন খান

আপডেট সময় : ১২:৪১:২৪ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার শিক্ষাকে অবমূল্যায়ন করছে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। আজ শনিবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করে শিক্ষক কর্মচারী ঐক্য জোট।

মঈন খান বলেন, ‘সরকার জানে, অবৈধ ক্ষমতা চিরস্থায়ী করতে হলে দেশের মানুষকে মূর্খ করে রাখতে হবে। সে কারণেই, তারা দেশের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করেছে। ধ্বংসের হাত থেকে শিক্ষাকে বাঁচাতে শিক্ষক সমাজকে সামনে এগিয়ে আসতে হবে।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘সংবিধানে যে পাঁচটি মৌলিক অধিকার দেওয়া হয়েছে, তার মধ্যে শিক্ষা অন্যতম। পরিতাপের বিষয় স্বাধীনতার ৫০ বছর পরেও শিক্ষকদের অধিকারের কথা পুনর্ব্যক্ত করতে হচ্ছে। এটা শুধু সরকার নয় আমাদের রাষ্ট্রীয় ব্যর্থতা। কেন আমাদের সংবিধানের প্রদত্ত মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না।’

মঈন খান বলেন, ‘জার্মানির সবচেয়ে সম্মানিত পেশা হচ্ছে শিক্ষকতা। দেশটিতে শিক্ষকদের সকল দায়িত্ব সরকার নিজে গ্রহণ করেছে। জার্মানির এত উন্নয়নের পেছনে মূল কারণ হচ্ছে শিক্ষা। যুদ্ধাস্ত্র দিয়ে বিশ্বের কোনো দেশ শক্তিশালী হয় না। শিক্ষা দিয়ে শক্তিশালী হয়।’

শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যাপক সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুগিস উদ্দিন মাহমুদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রমুখ।