ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিএনপি নেতা এ্যানি আটক করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৩২:০২ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
  • / ৪১৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে তার ধানমন্ডির বাসা থেকে তুলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে প্রথমে বিষয়টি পুলিশের পক্ষ থেকে স্বীকার না করলেও বুধবার বেলা ১১ টায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম।

তিনি জানান, ধানমন্ডি থানার রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা ছিল বলেও জানান ওসি।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তার ধানমন্ডির বাসা থেকে পুলিশ তাকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন।

তিনি জানান, বিএনপির প্রচার সম্পাদক, সাবেক এমপি লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ধানমন্ডির বাসা রাত ১০টার পর থেকেই ঘিরে রেখেছিল পুলিশ। পরে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। কেন তাকে কোথায় তুলে নিয়ে যাওয়া হলো তা পুলিশের পক্ষ থেকে পরিবার কিংবা দলকে কিছু জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

বিএনপি নেতা এ্যানি আটক করেছে পুলিশ

আপডেট সময় : ০৭:৩২:০২ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩

বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে তার ধানমন্ডির বাসা থেকে তুলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে প্রথমে বিষয়টি পুলিশের পক্ষ থেকে স্বীকার না করলেও বুধবার বেলা ১১ টায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম।

তিনি জানান, ধানমন্ডি থানার রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা ছিল বলেও জানান ওসি।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তার ধানমন্ডির বাসা থেকে পুলিশ তাকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন।

তিনি জানান, বিএনপির প্রচার সম্পাদক, সাবেক এমপি লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ধানমন্ডির বাসা রাত ১০টার পর থেকেই ঘিরে রেখেছিল পুলিশ। পরে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। কেন তাকে কোথায় তুলে নিয়ে যাওয়া হলো তা পুলিশের পক্ষ থেকে পরিবার কিংবা দলকে কিছু জানানো হয়নি।