ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

চীন ও আমেরিকা বিচ্ছেদের দ্বারপ্রান্তে?

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
  • / ৪১৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শেষবার যখন আমেরিকা সফর করেন সেটা ছিলো ২০১৭ সাল। আমেরিকার তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সময় চীনের প্রেসিডেন্টকে তার ফ্লোরিডার বাংলো ‘মার-এ-লাগো’তে শি’কে স্বাগত ও উষ্ণ অভ্যর্থনা জানান। মোমবাতির আলোয়, দুই প্রেসিডেন্ট ও তাদের পরিবার চমৎকার সময় কাটান। এসময় ট্রাম্পের নাতি-নাতনি শি জিনপিং-কে একটি জনপ্রিয় চীনা লোকগানও গেয়ে শুনায়। রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি সেই সফর ব্যক্তিগত ও পারস্পারিক সম্পর্ক জোরদার করার প্রচেষ্টা হিসেবেও দেখেছেন অনেকে।

ট্রাম্প তাদের প্রথম ব্যক্তিগত বৈঠকের পরে শি’র প্রশংসা করে ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, ‘আগামীর সম্ভাব্য অনেক খারাপ সমস্যা তাদের সম্পর্কের ভালো বোঝাপড়ায় সহজভাবেই দূর হয়ে যাবে।’

ফ্লোরিডার সেই আপ্যায়নের ছয় বছরেরও বেশি সময় পর, আবারও আমেরিকা সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। তবে এইবার তাকে স্বাগত জানাবেন প্রেসিডেন্ট জো বাইডেন। তার সাথে ওমন আন্তরিক কোন অভ্যর্থনা হবে না, শুধুই রাজনৈতিক কারণে ভিন্নভাবে হতে যাচ্ছে এই সফর- এমন কথা বলছে আমেরিকার গণমাধ্যমগুলো।

এবার ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।সিএনএন লিখেছে, চীনের প্রেসিডেন্টের সফর এমন সময় ঠিক হলো যখন বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতির দেশের সম্পর্ক বিচ্ছেদের দ্বারপ্রান্তে রয়েছে। দুই পরাশক্তির মধ্যে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে ১৫ই নভেম্বর তাদের মধ্যে এই বৈঠক হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো অপারেশন-এপেক এর শীর্ষ সম্মেলনের ফাঁকে এই বৈঠক হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শি জিনপিং ১৪ থেকে ১৭ই নভেম্বর আমেরিকা সফর করবেন। এপেক সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি বাইডেনের সঙ্গে বৈঠক করবেন তিনি।

এসময় ইসরাইল-হামাস যুদ্ধ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, তাইওয়ান, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, উত্তর কোরিয়া, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে সিএনএন জানায়। এর আগে, গত বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ার জি-টুয়েন্টি সম্মেলনের সময় জো বাইডেন ও শি জিনপিংয়ের মধ্যে শেষবার বৈঠক হয়েছিল।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই এ দুই দেশের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন চলছে। মূলত অর্থনৈতিক ও প্রতিরক্ষা বিষয়গুলি দেশ দুটির মধ্যে সমস্যা তৈরি করছে। চীন যুক্তরাষ্ট্রের একটি প্রধান বাণিজ্য অংশীদার, কিন্তু এর ফলে চীনের সামরিক সক্ষমতার বিকাশ হচ্ছে, যা আমেরিকার সামরিক বাহিনীর জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। তৈরি হচ্ছে পারস্পারিক অবিশ্বাসও। চলতি বছর ফেব্র“য়ারিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের আকাশে চীনা গুপ্তচর বেলুন দেখতে পেয়ে ধ্বংস করার নির্দেশ দেন। পরে গুপ্তচর বেলুনটিকে আটলান্টিক মহাসাগরের ওপর সুপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত করে আমেরিকা। চীন অবশ্য বলেছেম সেটা ছিল আবহাওয়া পর্যবেক্ষণকারী বেলুন। এনিয়ে দুই দেশের সম্পর্কে চির ধরে।

নিউজটি শেয়ার করুন

চীন ও আমেরিকা বিচ্ছেদের দ্বারপ্রান্তে?

আপডেট সময় : ০৫:১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শেষবার যখন আমেরিকা সফর করেন সেটা ছিলো ২০১৭ সাল। আমেরিকার তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সময় চীনের প্রেসিডেন্টকে তার ফ্লোরিডার বাংলো ‘মার-এ-লাগো’তে শি’কে স্বাগত ও উষ্ণ অভ্যর্থনা জানান। মোমবাতির আলোয়, দুই প্রেসিডেন্ট ও তাদের পরিবার চমৎকার সময় কাটান। এসময় ট্রাম্পের নাতি-নাতনি শি জিনপিং-কে একটি জনপ্রিয় চীনা লোকগানও গেয়ে শুনায়। রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি সেই সফর ব্যক্তিগত ও পারস্পারিক সম্পর্ক জোরদার করার প্রচেষ্টা হিসেবেও দেখেছেন অনেকে।

ট্রাম্প তাদের প্রথম ব্যক্তিগত বৈঠকের পরে শি’র প্রশংসা করে ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, ‘আগামীর সম্ভাব্য অনেক খারাপ সমস্যা তাদের সম্পর্কের ভালো বোঝাপড়ায় সহজভাবেই দূর হয়ে যাবে।’

ফ্লোরিডার সেই আপ্যায়নের ছয় বছরেরও বেশি সময় পর, আবারও আমেরিকা সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। তবে এইবার তাকে স্বাগত জানাবেন প্রেসিডেন্ট জো বাইডেন। তার সাথে ওমন আন্তরিক কোন অভ্যর্থনা হবে না, শুধুই রাজনৈতিক কারণে ভিন্নভাবে হতে যাচ্ছে এই সফর- এমন কথা বলছে আমেরিকার গণমাধ্যমগুলো।

এবার ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।সিএনএন লিখেছে, চীনের প্রেসিডেন্টের সফর এমন সময় ঠিক হলো যখন বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতির দেশের সম্পর্ক বিচ্ছেদের দ্বারপ্রান্তে রয়েছে। দুই পরাশক্তির মধ্যে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে ১৫ই নভেম্বর তাদের মধ্যে এই বৈঠক হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো অপারেশন-এপেক এর শীর্ষ সম্মেলনের ফাঁকে এই বৈঠক হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শি জিনপিং ১৪ থেকে ১৭ই নভেম্বর আমেরিকা সফর করবেন। এপেক সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি বাইডেনের সঙ্গে বৈঠক করবেন তিনি।

এসময় ইসরাইল-হামাস যুদ্ধ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, তাইওয়ান, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, উত্তর কোরিয়া, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে সিএনএন জানায়। এর আগে, গত বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ার জি-টুয়েন্টি সম্মেলনের সময় জো বাইডেন ও শি জিনপিংয়ের মধ্যে শেষবার বৈঠক হয়েছিল।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই এ দুই দেশের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন চলছে। মূলত অর্থনৈতিক ও প্রতিরক্ষা বিষয়গুলি দেশ দুটির মধ্যে সমস্যা তৈরি করছে। চীন যুক্তরাষ্ট্রের একটি প্রধান বাণিজ্য অংশীদার, কিন্তু এর ফলে চীনের সামরিক সক্ষমতার বিকাশ হচ্ছে, যা আমেরিকার সামরিক বাহিনীর জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। তৈরি হচ্ছে পারস্পারিক অবিশ্বাসও। চলতি বছর ফেব্র“য়ারিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের আকাশে চীনা গুপ্তচর বেলুন দেখতে পেয়ে ধ্বংস করার নির্দেশ দেন। পরে গুপ্তচর বেলুনটিকে আটলান্টিক মহাসাগরের ওপর সুপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত করে আমেরিকা। চীন অবশ্য বলেছেম সেটা ছিল আবহাওয়া পর্যবেক্ষণকারী বেলুন। এনিয়ে দুই দেশের সম্পর্কে চির ধরে।