ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
আওয়ামী লীগের সভামণ্ডলীর সদস্য আমির হোসেন আমুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর ধানমণ্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। :::: যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের পূর্বাভাসে এমন তথ্য দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে, ফক্স নিউজ বলেছে, ট্রাম্প এখন পর্যন্ত ২৭৭ ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন। অন্যদিকে কমলার ঝুলিতে ২২৬ ইলেক্টোরাল ভোট।

৩ জোড়া লোকাল, মেইল ট্রেন চলাচল বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৩২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
  • / ৪১৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হরতাল-অবরোধে এতদিন তুলনামূলক নিরাপদ যান ছিল ট্রেন। সম্প্রতি রেলপথে পড়েছে নাশকতাকারীদের থাবা। গত দেড় মাসে এ পথে অন্তত সাতটি নাশকতার ঘটনা ঘটেছে। সব শেষ তেজগাঁও রেলস্টেশনে মঙ্গলবার ভোর ৫টায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে মা ও শিশুসহ নিহত হন চারজন।

এমন পরিস্থিতিতে নাশকতা এড়াতে ও ঝুঁকিপূর্ণ বিবেচনায় রাতে চলাচলকারী ৫টি লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ে বলছে, হরতাল-অবরোধে নাশকতা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ট্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে ৩ হাজার আনসার সদস্য মোতায়েন করা হবে আজ থেকে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, আজ থেকেই বন্ধ থাকবে উত্তরা মেইল ট্রেনটি। এ ট্রেন থেকে তেমন কোন আয় না আসায় লোকসান গুনতে হচ্ছে রেলওয়েকে। রাতেই ট্রেনগুলো অনেকটাই ফাঁকা থাকে। ফলে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে কোনো নাশকতার শঙ্কায় এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা এই প্রশ্নের কোনো উত্তর দেননি এই মহাব্যবস্থাপক। তিনি জানান, উত্তরা মেইল ট্রেনের ইঞ্জিন ও লোকবল আন্তঃনগর ট্রেনে ব্যবহার করা হবে।

এদিকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে এক জোড়া কমিউটার ট্রেন এবং জামালপুর-তারাকান্দা রুটের ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। এছাড়া ময়মনসিংহ-ভূয়াপুর রুটে দুটি লোকাল ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। আর ঢাকা-তারাকান্দার মধ্যে চলাচলকারী আন্তঃনগর যমুনার রুট সংক্ষিপ্ত করা হয়েছে।

কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে কবে নাগাদ এসব ট্রেন চালু হবে সে বিষয়ে কোন তথ্য নেই কারও কাছে। তবে ইঞ্জিন ব্যবহার করা হবে আন্তঃনগরে।

গত দেড় মাসে রেলপথের ১২টি স্থানে এবং ৫টি ট্রেনে আগুন দেওয়া হয়েছে। এছাড়া তিনটি স্থানে রেললাইন কাটা এবং ফিশপ্লেটের ক্লিপ খুলে নেওয়া হয়েছে। রেলওয়ে পুলিশের ছয়টি অঞ্চলের মধ্যে নাশকতার ঘটনা সবচেয়ে বেশি ঢাকা অঞ্চলে।

নিউজটি শেয়ার করুন

৩ জোড়া লোকাল, মেইল ট্রেন চলাচল বন্ধ ঘোষণা

আপডেট সময় : ০৮:৩২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩

হরতাল-অবরোধে এতদিন তুলনামূলক নিরাপদ যান ছিল ট্রেন। সম্প্রতি রেলপথে পড়েছে নাশকতাকারীদের থাবা। গত দেড় মাসে এ পথে অন্তত সাতটি নাশকতার ঘটনা ঘটেছে। সব শেষ তেজগাঁও রেলস্টেশনে মঙ্গলবার ভোর ৫টায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে মা ও শিশুসহ নিহত হন চারজন।

এমন পরিস্থিতিতে নাশকতা এড়াতে ও ঝুঁকিপূর্ণ বিবেচনায় রাতে চলাচলকারী ৫টি লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ে বলছে, হরতাল-অবরোধে নাশকতা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ট্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে ৩ হাজার আনসার সদস্য মোতায়েন করা হবে আজ থেকে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, আজ থেকেই বন্ধ থাকবে উত্তরা মেইল ট্রেনটি। এ ট্রেন থেকে তেমন কোন আয় না আসায় লোকসান গুনতে হচ্ছে রেলওয়েকে। রাতেই ট্রেনগুলো অনেকটাই ফাঁকা থাকে। ফলে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে কোনো নাশকতার শঙ্কায় এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা এই প্রশ্নের কোনো উত্তর দেননি এই মহাব্যবস্থাপক। তিনি জানান, উত্তরা মেইল ট্রেনের ইঞ্জিন ও লোকবল আন্তঃনগর ট্রেনে ব্যবহার করা হবে।

এদিকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে এক জোড়া কমিউটার ট্রেন এবং জামালপুর-তারাকান্দা রুটের ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। এছাড়া ময়মনসিংহ-ভূয়াপুর রুটে দুটি লোকাল ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। আর ঢাকা-তারাকান্দার মধ্যে চলাচলকারী আন্তঃনগর যমুনার রুট সংক্ষিপ্ত করা হয়েছে।

কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে কবে নাগাদ এসব ট্রেন চালু হবে সে বিষয়ে কোন তথ্য নেই কারও কাছে। তবে ইঞ্জিন ব্যবহার করা হবে আন্তঃনগরে।

গত দেড় মাসে রেলপথের ১২টি স্থানে এবং ৫টি ট্রেনে আগুন দেওয়া হয়েছে। এছাড়া তিনটি স্থানে রেললাইন কাটা এবং ফিশপ্লেটের ক্লিপ খুলে নেওয়া হয়েছে। রেলওয়ে পুলিশের ছয়টি অঞ্চলের মধ্যে নাশকতার ঘটনা সবচেয়ে বেশি ঢাকা অঞ্চলে।