ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গুগলকে রাশিয়ার জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
  • / ৩৯৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউক্রেন যুদ্ধ ও এ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে ভুল তথ্য ডিলিট না করার অভিযোগে সার্চ জায়ান্ট গুগলকে পাঁচ কোটি ডলারের বেশি আর্থিক জরিমানা করেছে রাশিয়া। দেশটির একটি আদলতে গুগলকে করা এ জরিমানার বিষয়টি উঠে এসেছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকেই বিদেশী প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে কনটেন্ট সেন্সরশিপ, স্থানীয় ডাটা ভুলভাবে উপস্থাপনের অভিযোগ করে আসছে মস্কো। দেশটির অপর একটি সংবাদ সংস্থা আরআইএ এক প্রতিবেদনে বলেছে, গুগল অনলাইন থেকে উগ্রবাদী কনটেন্ট সরাতে ব্যর্থ হওয়ায় ও এলজিবিটি প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়ায় এ জরিমানা ধার্য করা হয়েছে। তবে এ প্রসঙ্গে রয়টার্স জানতে চাইলে কোনো মন্তব্য করেনি গুগল।

শুরু থেকেই ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধকে বিশেষ সামরিক অভিযান বলে দাবি করে আসছে রাশিয়া। নভেম্বরে দেশটির সুপ্রিম কোর্ট রুল জারি করে, এলজিবিটি অধিকারকর্মীদের উগ্রবাদী বলে আখ্যা দেওয়া উচিৎ। তবে এমন পদক্ষেপে দেশটিতে গ্রেপ্তার ও সাজা দেওয়ার প্রবণতা বেড়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট অধিকারকর্মীরা।

আগ্রাসন শুরুর পর থেকেই ইউটিউবকে মূল লক্ষ্যবস্তু বানিয়ে আসছে রাশিয়া। তবে এক্স এবং মেটা মালিকানাধীন সামাজিক মাধ্যম ফেসবুক–ইনস্টাগ্রাম ব্যবহারে নিষেধাজ্ঞা দিলেও গুগল মালিকানাধীন ইউটিউবের বেলায় তেমনটি করেনি।

নিউজটি শেয়ার করুন

গুগলকে রাশিয়ার জরিমানা

আপডেট সময় : ১০:০৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩

ইউক্রেন যুদ্ধ ও এ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে ভুল তথ্য ডিলিট না করার অভিযোগে সার্চ জায়ান্ট গুগলকে পাঁচ কোটি ডলারের বেশি আর্থিক জরিমানা করেছে রাশিয়া। দেশটির একটি আদলতে গুগলকে করা এ জরিমানার বিষয়টি উঠে এসেছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকেই বিদেশী প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে কনটেন্ট সেন্সরশিপ, স্থানীয় ডাটা ভুলভাবে উপস্থাপনের অভিযোগ করে আসছে মস্কো। দেশটির অপর একটি সংবাদ সংস্থা আরআইএ এক প্রতিবেদনে বলেছে, গুগল অনলাইন থেকে উগ্রবাদী কনটেন্ট সরাতে ব্যর্থ হওয়ায় ও এলজিবিটি প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়ায় এ জরিমানা ধার্য করা হয়েছে। তবে এ প্রসঙ্গে রয়টার্স জানতে চাইলে কোনো মন্তব্য করেনি গুগল।

শুরু থেকেই ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধকে বিশেষ সামরিক অভিযান বলে দাবি করে আসছে রাশিয়া। নভেম্বরে দেশটির সুপ্রিম কোর্ট রুল জারি করে, এলজিবিটি অধিকারকর্মীদের উগ্রবাদী বলে আখ্যা দেওয়া উচিৎ। তবে এমন পদক্ষেপে দেশটিতে গ্রেপ্তার ও সাজা দেওয়ার প্রবণতা বেড়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট অধিকারকর্মীরা।

আগ্রাসন শুরুর পর থেকেই ইউটিউবকে মূল লক্ষ্যবস্তু বানিয়ে আসছে রাশিয়া। তবে এক্স এবং মেটা মালিকানাধীন সামাজিক মাধ্যম ফেসবুক–ইনস্টাগ্রাম ব্যবহারে নিষেধাজ্ঞা দিলেও গুগল মালিকানাধীন ইউটিউবের বেলায় তেমনটি করেনি।