ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে কালিকাপুর রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– আছমত আলীর ছেলে রফিজ, আব্দুল মালেকের স্ত্রী লুৎফা, তৈয়ব আলীর ছেলে সাজু, আলী আশরাফের স্ত্রী সফরজান ও মনিরের স্ত্রী শানু। তাঁরা সবাই বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামের বাসিন্দা ছিলেন।

বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার-নির্যাতন চলছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৫৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
  • / ৪১৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচনের পরও বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন ও গ্রেফতার থেমে নেই বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

আজ (১৪ই জানুয়ারি) দুপুরে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৭ই জানুয়ারির নির্বাচনে জনগণ থেকে প্রত্যাখাত হয়ে সরকার এখন পতন আতঙ্কে ভুগছে।

তিনি আরও বলেন, বিএনপি নয়, আওয়ামী লীগই বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় টিকে আছে। রিজভী দাবি করেন, গত ৭ জানুয়ারির নির্বাচনে সরকারকে লাল কার্ড দেখিয়েছে জনগণ।

তিনি বলেন, জনগণ থেকে প্রত্যাখাত হয়ে সরকার এখন পতন আতঙ্কে ভুগছে। তাই তড়িঘড়ি করে শপথ নিয়েছে তারা।

গণ আন্দোলনে ক্ষমতাসীনরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন করে নির্বাচন দিতে বাধ্য হবে বলেও দাবি করেন তিনি।

বিএনপি শিগগিরই নতুন কর্মসূচি দেবে উল্লেখ করে রিজভী বলেন, রাজপথের আন্দোলনেই ক্ষমতাসীনদের হটানো হবে।

নিউজটি শেয়ার করুন

বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার-নির্যাতন চলছে: রিজভী

আপডেট সময় : ০৯:৫৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪

নির্বাচনের পরও বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন ও গ্রেফতার থেমে নেই বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

আজ (১৪ই জানুয়ারি) দুপুরে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৭ই জানুয়ারির নির্বাচনে জনগণ থেকে প্রত্যাখাত হয়ে সরকার এখন পতন আতঙ্কে ভুগছে।

তিনি আরও বলেন, বিএনপি নয়, আওয়ামী লীগই বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় টিকে আছে। রিজভী দাবি করেন, গত ৭ জানুয়ারির নির্বাচনে সরকারকে লাল কার্ড দেখিয়েছে জনগণ।

তিনি বলেন, জনগণ থেকে প্রত্যাখাত হয়ে সরকার এখন পতন আতঙ্কে ভুগছে। তাই তড়িঘড়ি করে শপথ নিয়েছে তারা।

গণ আন্দোলনে ক্ষমতাসীনরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন করে নির্বাচন দিতে বাধ্য হবে বলেও দাবি করেন তিনি।

বিএনপি শিগগিরই নতুন কর্মসূচি দেবে উল্লেখ করে রিজভী বলেন, রাজপথের আন্দোলনেই ক্ষমতাসীনদের হটানো হবে।