ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গ্র্যামির ইতিহাসে টেইলর সুইফটের অনন্য রেকর্ড

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৩৭০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিশ্বসঙ্গীতের মর্যাদাপূর্ণ গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৬তম আসর। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্থানীয় সময় রোববার রাতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। আসরে চতুর্থবারের মতো বছরের একক সেরা অ্যালবাম জিতে ইতিহাস তৈরি করেছেন টেইলর সুইফট। ‘বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম’-এর পুরস্কার জিতেছে ভারতীয় ব্যান্ড ‘শক্তি’। অনুষ্ঠানে অংশ নিয়ে নাচ গানে মাতিয়ে রাখেন বিভিন্ন প্রজন্মের সঙ্গীতশিল্পীরা।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্রিপটো ডটকম অ্যারেনায় অনুষ্ঠিত হলো বিশ্ব সংগীতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৬তম আসর। লালগালিচায় ভিড় জমেছিলো সঙ্গীত তারকাদের। সঞ্চালনায় ছিলেন কমেডিয়ান ট্রেভর নোয়া। টানা চতুর্থবারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন তিনি।

‘মিডনাইটস’ আ্যালবামের জন্য বর্ষসেরা অ্যালবামের পুরস্কার জিতেছেন টেইলর সুইফট। সেরা পপ ভোকাল অ্যালবামেরও পুরস্কার পেয়েছেন তিনি। বছরের সেরা গানের পুরস্কার জিতেছেন আমেরিকান গায়িকা বিলি আইলিশের ‘হোয়াট ওয়াজ আই মেড ফর’ গানটি। গ্র্যামিতে সর্বোচ্চ ৯ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়ে দুটি পুরস্কার জিতেছে গায়িকা সিজা। ‘ফ্লাওয়ার্স’ গানের জন্য ‘রেকর্ড অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছে মাইলি সাইরাস।

দেশের সেরা অ্যালবামের পুরস্কার পেয়েছে মার্কিন গায়িকা ‘লেনি উইলসনের’ ‘বেল বটম কান্ট্রি’ অ্যালবামটি। আর দেশের সেরা গানের তকমা পেয়েছে ‘ক্রিস স্ট্যাপলটনের’ ‘হোয়াইট হর্স’ গানটি। সেরা নবাগত শিল্পীর পুরস্কার উঠেছে ভিক্টোরিয়া মোনেটের হাতে।

বিশ্বমঞ্চে জয়জয়কার ভারতের। ‘বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম’ হিসাবে পুরস্কার পেলো ভারতীয় ব্যান্ড ‘শক্তি’র গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’। এই ব্যান্ডের সদস্য কণ্ঠশিল্পী শঙ্কর মহাদেবন ও ওস্তাদ জাকির হোসেনসহ চার সঙ্গীতশিল্পী। মোট আটটি গান রয়েছে ‘শক্তি’ অ্যালবামে।

এছাড়াও, সেরা রক অ্যালবাম, রক সং, মেটাল পারফরম্যান্স, বেস্ট কমেডি অ্যালবাম, বেস্ট কান্ট্রি গ্রুপ পারফরমেন্সসহ বিভিন্ন বিভাগে সেরাদের পুরস্কার দেয়া হয়। তারকামন্ডিত এই অনুষ্ঠানে পারফর্ম করেন ডুয়া লিপা, বিলি এলিশ এবং ওপরা উইনফ্রের মতো জনপ্রিয় সঙ্গীতশিল্পীরা।

নিউজটি শেয়ার করুন

গ্র্যামির ইতিহাসে টেইলর সুইফটের অনন্য রেকর্ড

আপডেট সময় : ০৮:২৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিশ্বসঙ্গীতের মর্যাদাপূর্ণ গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৬তম আসর। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্থানীয় সময় রোববার রাতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। আসরে চতুর্থবারের মতো বছরের একক সেরা অ্যালবাম জিতে ইতিহাস তৈরি করেছেন টেইলর সুইফট। ‘বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম’-এর পুরস্কার জিতেছে ভারতীয় ব্যান্ড ‘শক্তি’। অনুষ্ঠানে অংশ নিয়ে নাচ গানে মাতিয়ে রাখেন বিভিন্ন প্রজন্মের সঙ্গীতশিল্পীরা।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্রিপটো ডটকম অ্যারেনায় অনুষ্ঠিত হলো বিশ্ব সংগীতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৬তম আসর। লালগালিচায় ভিড় জমেছিলো সঙ্গীত তারকাদের। সঞ্চালনায় ছিলেন কমেডিয়ান ট্রেভর নোয়া। টানা চতুর্থবারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন তিনি।

‘মিডনাইটস’ আ্যালবামের জন্য বর্ষসেরা অ্যালবামের পুরস্কার জিতেছেন টেইলর সুইফট। সেরা পপ ভোকাল অ্যালবামেরও পুরস্কার পেয়েছেন তিনি। বছরের সেরা গানের পুরস্কার জিতেছেন আমেরিকান গায়িকা বিলি আইলিশের ‘হোয়াট ওয়াজ আই মেড ফর’ গানটি। গ্র্যামিতে সর্বোচ্চ ৯ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়ে দুটি পুরস্কার জিতেছে গায়িকা সিজা। ‘ফ্লাওয়ার্স’ গানের জন্য ‘রেকর্ড অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছে মাইলি সাইরাস।

দেশের সেরা অ্যালবামের পুরস্কার পেয়েছে মার্কিন গায়িকা ‘লেনি উইলসনের’ ‘বেল বটম কান্ট্রি’ অ্যালবামটি। আর দেশের সেরা গানের তকমা পেয়েছে ‘ক্রিস স্ট্যাপলটনের’ ‘হোয়াইট হর্স’ গানটি। সেরা নবাগত শিল্পীর পুরস্কার উঠেছে ভিক্টোরিয়া মোনেটের হাতে।

বিশ্বমঞ্চে জয়জয়কার ভারতের। ‘বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম’ হিসাবে পুরস্কার পেলো ভারতীয় ব্যান্ড ‘শক্তি’র গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’। এই ব্যান্ডের সদস্য কণ্ঠশিল্পী শঙ্কর মহাদেবন ও ওস্তাদ জাকির হোসেনসহ চার সঙ্গীতশিল্পী। মোট আটটি গান রয়েছে ‘শক্তি’ অ্যালবামে।

এছাড়াও, সেরা রক অ্যালবাম, রক সং, মেটাল পারফরম্যান্স, বেস্ট কমেডি অ্যালবাম, বেস্ট কান্ট্রি গ্রুপ পারফরমেন্সসহ বিভিন্ন বিভাগে সেরাদের পুরস্কার দেয়া হয়। তারকামন্ডিত এই অনুষ্ঠানে পারফর্ম করেন ডুয়া লিপা, বিলি এলিশ এবং ওপরা উইনফ্রের মতো জনপ্রিয় সঙ্গীতশিল্পীরা।