ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির চেষ্টা, আহত ৫

বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৩৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
  • / ৩৫৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে ডাকাতির চেষ্টাকালে অস্ত্রধারী ডাকাতদের হামলায় দুই আনসার সদস্যসহ ৫ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাপবিদ্যুৎকেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার রাত ১১টার পর তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের গেটে এই হামলার ঘটনা ঘটে।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম সাংবাদিকদের বলেন, রাত সাড়ে ১১টার দিকে ৫০-৬০ জনের একটি সশস্ত্র ডাকাত দল তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবন এলাকায় প্রবেশের চেষ্টা করে। তাদের বাঁধা দিলে সংঘবদ্ধ হয়ে তারা গেটে থাকা নিরাপত্তাকর্মীদের ওপর প্রথমে হামলা করে। পরে নিরাপত্তাকর্মীদের চিৎকারে আনসার ক্যাম্পের সদস্যরা ছুটে আসলে তারা আনসার সদস্যদের ওপরও হামলা করে পালিয়ে যায়।

হামলায় আহত হয়েছেন দুই আনসার সদস্যসহ পাঁচজন। এদের মধ্যে দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও তিনজনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস বলেন, সংঘবদ্ধ একটি চোর চক্রের সদস্যরা তাপবিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন মালামাল চুরি করতে আসে। তাপবিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব নিরাপত্তকর্মীরা ঠিক পেয়ে তাদের বাঁধা দিতে গেলে লোহার রড ও লাঠিসোটা দিয়ে তাদের ওপর হামলা করে। এতে একজন আনসার সদস্যসহ পাঁচ নিরাপত্তাকর্মী আহত হন। পুলিশ হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে।

নিউজটি শেয়ার করুন

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির চেষ্টা, আহত ৫

আপডেট সময় : ০১:৩৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে ডাকাতির চেষ্টাকালে অস্ত্রধারী ডাকাতদের হামলায় দুই আনসার সদস্যসহ ৫ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাপবিদ্যুৎকেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার রাত ১১টার পর তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের গেটে এই হামলার ঘটনা ঘটে।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম সাংবাদিকদের বলেন, রাত সাড়ে ১১টার দিকে ৫০-৬০ জনের একটি সশস্ত্র ডাকাত দল তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবন এলাকায় প্রবেশের চেষ্টা করে। তাদের বাঁধা দিলে সংঘবদ্ধ হয়ে তারা গেটে থাকা নিরাপত্তাকর্মীদের ওপর প্রথমে হামলা করে। পরে নিরাপত্তাকর্মীদের চিৎকারে আনসার ক্যাম্পের সদস্যরা ছুটে আসলে তারা আনসার সদস্যদের ওপরও হামলা করে পালিয়ে যায়।

হামলায় আহত হয়েছেন দুই আনসার সদস্যসহ পাঁচজন। এদের মধ্যে দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও তিনজনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস বলেন, সংঘবদ্ধ একটি চোর চক্রের সদস্যরা তাপবিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন মালামাল চুরি করতে আসে। তাপবিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব নিরাপত্তকর্মীরা ঠিক পেয়ে তাদের বাঁধা দিতে গেলে লোহার রড ও লাঠিসোটা দিয়ে তাদের ওপর হামলা করে। এতে একজন আনসার সদস্যসহ পাঁচ নিরাপত্তাকর্মী আহত হন। পুলিশ হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে।