ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইরাকের সামরিক ঘাঁটিতে ‘বোমা হামলা’

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪
  • / ৩৪১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরাকের মধ্যাঞ্চলে সেনাবাহিনী এবং ইরানপন্থী আধাসামরিক বাহিনীর একটি সামরিক ঘাঁটিতে বোমা হামলা করা হয়েছে। তবে কে বা কারা হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত করে জানা যায়নি।

গতকাল (শুক্রবার, ১৯ এপ্রিল) দিবাগত রাতে এ হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার রাতের এ হামলায় একজন নিহত এবং আটজন আহত হয়েছে। তাদের মধ্যে তিনজন ইরাকি সামরিক কর্মী আহত হয়েছে।

সংবাদ সংস্থা এএফপি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইরাকের ক্যালসো ঘাঁটিতে এই হামলা চালানো হয়, সেখানে প্রাক্তন ইরানপন্থী আধাসামরিক গোষ্ঠী, বর্তমানে নিয়মিত সেনাবাহিনীতে একীভূত হাশেদ আল-শাবি অবস্থান করছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘বিস্ফোরণটি সরঞ্জাম, অস্ত্র এবং যানবাহনকে আঘাত করেছে। হামলার জন্য তাৎক্ষণিকভাবে কোনো পক্ষই দায় স্বীকার করেনি।’

এএফপি জানায়, এই হামলার জন্য কে দায়ী বা এটি একটি ড্রোন হামলা ছিল কি না তা শনাক্ত করা যায়নি। সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে একজন সামরিক কর্মকর্তা বলেন, ‘ইসরাইল এবং তেহরানের সমর্থিত ফিলিস্তিনি যোদ্ধা হামাসের মধ্যে যুদ্ধকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরানপন্থী আধাসামরিক বাহিনীর ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটে।’

এদিকে শুক্রবার ইরানের ইসফাহানের কাছে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলার জন্য ইসরাইলকে দায়ী করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ইরাকের সামরিক ঘাঁটিতে ‘বোমা হামলা’

আপডেট সময় : ০১:৩৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

ইরাকের মধ্যাঞ্চলে সেনাবাহিনী এবং ইরানপন্থী আধাসামরিক বাহিনীর একটি সামরিক ঘাঁটিতে বোমা হামলা করা হয়েছে। তবে কে বা কারা হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত করে জানা যায়নি।

গতকাল (শুক্রবার, ১৯ এপ্রিল) দিবাগত রাতে এ হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার রাতের এ হামলায় একজন নিহত এবং আটজন আহত হয়েছে। তাদের মধ্যে তিনজন ইরাকি সামরিক কর্মী আহত হয়েছে।

সংবাদ সংস্থা এএফপি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইরাকের ক্যালসো ঘাঁটিতে এই হামলা চালানো হয়, সেখানে প্রাক্তন ইরানপন্থী আধাসামরিক গোষ্ঠী, বর্তমানে নিয়মিত সেনাবাহিনীতে একীভূত হাশেদ আল-শাবি অবস্থান করছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘বিস্ফোরণটি সরঞ্জাম, অস্ত্র এবং যানবাহনকে আঘাত করেছে। হামলার জন্য তাৎক্ষণিকভাবে কোনো পক্ষই দায় স্বীকার করেনি।’

এএফপি জানায়, এই হামলার জন্য কে দায়ী বা এটি একটি ড্রোন হামলা ছিল কি না তা শনাক্ত করা যায়নি। সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে একজন সামরিক কর্মকর্তা বলেন, ‘ইসরাইল এবং তেহরানের সমর্থিত ফিলিস্তিনি যোদ্ধা হামাসের মধ্যে যুদ্ধকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরানপন্থী আধাসামরিক বাহিনীর ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটে।’

এদিকে শুক্রবার ইরানের ইসফাহানের কাছে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলার জন্য ইসরাইলকে দায়ী করা হয়েছে।